শিরোনাম
নিজস্ব প্রতিনিধি ।।
করোনা ভাইরাসের কারণে দরিদ্র ও ছিন্নমূল মানুষদের খাদ্য সমস্যা নিরসনে টুুুুুঙ্গীবাড়িয়া ইউনিয়নে সামাজিক দুরত্ব বজায় রেখে সরকারি জি-আর প্রকল্পের ১০ কেজি করে চাল, ১ কেজি আলু, ১ কেজি পেয়াজ ও ১ টি সাবান বিতরণ করা হয়েছে। শনিবার (০২-০৫-২০২০ইং) সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বরিশাল সদর উপজেলার টুঙ্গীবাড়িয়া ইউনিয়ন পরিষদে বসেই সরকারি জি আর প্রকল্পের ৫ মেট্রিক টন চাল কর্মহীন, দরিদ্র ও নিম্ন আয়ের ৫০০ জন দরিদ্র মানুষের মাঝে ১০ কেজি করে বিতরণ করা হয়। এ সময় ট্যাগ অফিসার হিসেবে উপস্তিত ছিলেন, বরিশাল সদর উপজেলা উপ সহকারি প্রকৌশলী (পিআইও অফিস) মোঃ জহিরুল ইসলাম। তার উপস্তিতিতে সাধারন জনগনের মাঝে ১০ কেজি চাল বিতরন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব বাহ্ উদ্দিন আহম্মেদ। মনিটরিং অফিসার হিসেবে আরও উপস্তিত ছিলেন, উপজেলা দরিদ্র বিমচন অফিসার মোঃ কবির উদ্দিন, ইউনিয়ন সচিব মোহাম্মদ রুস্তুম আলী, ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ ধলু মোল্লা, ইউপি সদস্য মোঃ নাসির উদ্দিন হাওলাদার, ইউপি সদস্য অমর নাথ, সাংবাদিক রেদওয়ান শাওন, সংরক্ষিত মহিলা সদস্যসহ ইউপি এলাকার অনেকেই উপস্থিত ছিলেন। ট্যাগ অফিসার জহিরুল ইসলাম, মনিটরিং অফিসার কবির উদ্দিন ও চেয়ারম্যান বাহ্ উদ্দিন আহম্মেদ সাধারন জনগণ ও শ্রমজীবী-অসহায় দরিদ্র মানুষদের করোনা ভাইরাস থেকে বাঁচতে সরকারি নির্দেশনা অনুযায়ী বাসায় অবস্থান করা, ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়া, মাক্স ব্যাবহার করা, স্যানিটাইজার ব্যবহার ও জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেন। চাল বিতরনের পাশাপাশি করোনা ভাইরাস সম্পর্কে কিভাবে সচেতনতা অবলম্বন করতে হবে সে-সব সম্পর্কেও জনগণকে দিক নির্দেশনা দিয়েছেন তারা। চেয়ারম্যান বলেন, করোনা ভাইরাস বিশ্বব্যাপী মহামারি আকার ধারন করেছে এবং ইতো-মধ্যেই এর প্রভাব বাংলাদেশেও প্রকট আকারে দেখা দিয়েছে। প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় সরকারি জি-আর প্রকল্পের ৫ মেট্রিক টন চাল ইউনিয়নের ৫০০ জন কার্ডধারিকে ১০ কেজি চাল, আলু ১ কেজি, পেয়াজ ১ কেজি, ১ টি সাবান বিতরন করেছি আমরা। আমরা সবসময় খেঁটে খাওয়া মানুষের পাশে আছি এবং থাকবো। এদিকে সামাজিক দুরত্ব বজায় রাখতে প্রত্যেককে ৩ ফিট দুড় থেকে চাল নেওয়া ও শৃঙ্খলা রক্ষায় সকলকে সচেতন করেন সাংবাদিক রেদওয়ান শাওন। এসময় ইউপি সদস্য নাসির উদ্দিন হাওলাদার বলেন, বর্তমান সরকার দেশের যে কোনো সংকটে মানুষের পাশে এসে দাড়িয়েছেন এবং যারা অসহায় পরিবার তাদেরকেও পর্যায়ক্রমে ত্রান পৌছে দেওয়ার সিদ্বান্ত নিয়েছেন। এই মহামারি ভাইরাস থেকে আশে পাশের দুস্ত ও অসহায় মানুষদের সচেতনতা সৃষ্টি এবং এই মহামারি ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের এই প্রচেষ্টা। বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে ফোন করলে তার ফোন ব্যাস্ত পাওয়া যায়।
নামাজের সময়সূচি | |
---|---|
February 6, 2025 | |
Fajr | 5:19 am |
Sunrise | 6:33 am |
Zuhr | 12:12 pm |
Asr | 4:11 pm |
Maghrib | 5:51 pm |
Isha | 7:04 pm |
Dhaka, Bangladesh |