শিরোনাম
স্টাফ রিপোর্টার :বরিশাল নগরীর ২২ নং ওয়ার্ড তালুকদার সড়ক এলাকায় অবৈধভাবে জমি দখল ও চাঁদা দাবীর অভিযোগ উঠেছে স্থানীয় ভুমি দস্যু মহসিন খান বাশারের বিরুদ্ধে।
জমি দখলে বাধা দেওয়ায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমির মালিক ও তাদের পরিবারকে মারধর, চাঁদা দাবী, ভাঙচুর ও লুটের অভিযোগে ৩১ জুলাই বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন জমির মালিক অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মো. আজাহার উদ্দিন। মামলা নং জিআর-৮৩/২০২৩।
হামলায় আহতরা হলেন নাছির, শেফালী বেগম, মো. শাওন, মো. সালাউদ্দিন।
মামলার এজাহার সূত্র জানাজায়, দীর্ঘদিন বাদীর ভোগদখল কৃত জমিতে কাজ করতে গেলে স্থানীয় শীর্ষ ভূমিদস্যু মহসিন খান বাশার ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করেন। চাঁদা দিতে অস্বীকার করিলে বিভিন্ন ভাবে হুমকি প্রদান করে আসছে। ৩০ জুলাই ভূমিদস্যু বাশার চাঁদার টাকা না পেয়ে জমি দখল করতে যান। জমির সীমা পিলার, কাটা তারের বেরা উঠিয়ে ফেলে, অর্ধশত গাছ কর্তন করে ফেলেন। জমি দখলে বাঁধা দিতে গেলে বাশারের সন্ত্রাসী বাহিনীর দ্বারা জমির মালিকের উপর হামলা চালান। জমির মালিকের৷ প্রায় অর্ধশত টাকার ক্ষতিসাধন হয়।
মামলায় আসামীরা হলেন ১। মহসিন খান বাশার (৩৮), ২। মাসুম (৩০) ৩। রুবেল মৃধা (৪৫) ৪। বারেক (৫২) ৫। রেজা (৩৩), ৬। আজাদ (৩৫)।
অভিযুক্ত মামলার প্রধান আসামি মহসিন খান বাশারের মুঠো ফোনে একাধিকবার কল দিয়ে তার কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
কোতোয়ালি মডেল থানার অফিসার্স ইনচার্জ মো. আনোয়ার হোসেন ঘটনা সত্যতা স্বীকার করে বলেন ভুক্তভোগী থানায় মামালা করেছেন। আসামীদের গ্রেফতার করার জন্য চেষ্টা অব্যহত রয়েছে।
নামাজের সময়সূচি | |
---|---|
February 5, 2025 | |
Fajr | 5:20 am |
Sunrise | 6:33 am |
Zuhr | 12:12 pm |
Asr | 4:11 pm |
Maghrib | 5:51 pm |
Isha | 7:04 pm |
Dhaka, Bangladesh |