শিরোনাম
তরিকুল ইসলাম রাসেল ঃ এবারের রোজায় অনেক কিছু ব্যতিক্রম।
যেমন, ইফতার পার্টি, সেহরি পার্টি নামে কোনও ফালতু আয়োজন নেই।
বড় বড় গ্রান্ড হোটেলে বড় বড় আয়োজনের মাধ্যমে ইফতার পার্টির নামে ব্যপক অপচয় নেই। অপচয় এজন্য বলা হচ্ছে, কারন সেখানে প্রচুর খাবার নষ্ট হয়।
নেই অমুক জায়গার তমুক ইফতারের বাজার। বড় বাপ-ছোট বাপের পোলায় কোনও ভেদাভেদ নেই। যার ফলে পুরোনো, বাসি, পঁচা খাবার কিনে খাবার সম্ভাবনা নেই।
সেহরির পার্টির নামে মধ্যরাতে খাবার হোটেলগুলোতে তরুনদের জটলা নেই।
যেহেতু খাবার হোটেলগুলো অঘোষিত ছুটি, সেহেতু বাসায় স্বাস্থ্যসম্মত ইফতারের আয়োজন হবে, যাতে ফলের প্রাধান্য থাকাই স্বাভাবিক।
অন্যদিকে , নানা ব্যস্ততার কারনে সবসময় পরিবারের সবাইকে নিয়ে ইফতার আয়োজন সম্ভব না হলেও এবার অনেকের পক্ষেই এটা সম্ভব।
বাসায় থাকার ফলে বেশি নফল ইবাদত যেমন কুরআন তেলাওয়াত, তাহাজ্জুদ নামাজ আদায়, জিকির, হাদীস পাঠ, ইসলামিক আলোচনা শোনার পর্যাপ্ত সময় পাওয়া যাবে।
যেহেতু এখন দুস্থ এবং অসহায়দের চরম দুঃসময় চলছে, সেহেতু আমরা যাকাত এবং ফেতরার টাকা তাদের দান করতে পারি।
এই রোজায় আমরা ছোট শিশুদের নামাজ আদায় এবং কুরআন পাঠে বেশি বেশি উৎসাহ দিবো । নিজেরা যেহেতু বাসায় থাকবো, সেহেতু ইবাদাতের সময় তাদেরকেও অনুসরণ করতে বলবো ।
নামাজের সময়সূচি | |
---|---|
February 4, 2025 | |
Fajr | 5:20 am |
Sunrise | 6:34 am |
Zuhr | 12:12 pm |
Asr | 4:10 pm |
Maghrib | 5:50 pm |
Isha | 7:03 pm |
Dhaka, Bangladesh |