শিরোনাম

১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৪:১০

গণস্বাস্থ্যের ৮০০ কিট চেয়েছে যুক্তরাষ্ট্র, পরীক্ষা করা হবে সক্ষমতা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২০ ৪:৫০ অপরাহ্ণ
Print Friendly and PDF

গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত করোনাভাইরাস পরীক্ষার কিট গ্রহণ করেনি দেশের ঔষধ প্রশাসন অধিদফতর। সেই কিট পরীক্ষা করা হবে যুক্তরাষ্ট্রের গবেষণাগারে। এ জন্য গণস্বাস্থ্য কেন্দ্রের কাছ থেকে ৮০০ কিট চাওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি জানান, গণস্বাস্থ্য কেন্দ্রের কিটের সক্ষমতা পরীক্ষার জন্য ৮০০ কিট চেয়েছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণবিষয়ক সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)।

সিডিসি লিখিতভাবেই গণস্বাস্থ্য কেন্দ্রের কিট চেয়েছে জানিয়ে জাফরুল্লাহ চৌধুরী বলেন, এক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ সংস্থাকে কিট দেয়া হবে। কিটের কাগজপত্র বিএমআরসিকে দেয়া হয়েছে। তারা দ্রুত ব্যবস্থা নেবে বলেছে।

এদিকে করোনাভাইরাস শনাক্তকরণ কিট–সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য বাংলাদেশ মেডিকেল রিসার্চ সেন্টারে (বিএমআরসি) জমা দিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। কিটের সক্ষমতা কতটা, সে বিষয়ে পরীক্ষার জন্য বিএমআরসি ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন জাফরুল্লাহ চৌধুরী।

‘আইসিডিডিআরবি এই কিটের সক্ষমতা মূল্যায়ন করলে আপত্তি নেই। আইসিডিডিআরবি বা অন্য কোথাও কিটের পারফরম্যান্স মূল্যায়ন করাতে যে খরচ লাগবে, তা সুচিন্তা ফাউন্ডেশন বহন করবে’-বলেও জানান গণস্বাস্থ্যের ট্রাস্টি।

মহামারীর করোনা পরীক্ষার র‌্যাপিডকিট উদ্ভাবনের কথা বহু দিন ধরেই বলে আসছে গণস্বাস্থ্য কেন্দ্র। গত শনিবার কোভিড-১৯ শনাক্তের কিট সরকারের কাছে হস্তান্তরের জন্য অনুষ্ঠানের আয়োজন করে গণস্বাস্থ্য কেন্দ্র। সংস্থাটি জানায়, তাদের উদ্ভাবিত ‘জিআর কোভিড-১৯ ডট ব্লট’ কিটের মাধ্যমে সহজে ও স্বল্পমূল্যে করোনাভাইরাস শনাক্ত করা সম্ভব। সেই অনুষ্ঠানে যায়নি ঔষধ প্রশাসন অধিদফতরের কোনো প্রতিনিধি।

পরে অধিদফতরের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে জানানো হয়, সরকার এই কিট গ্রহণ করবে না। যুক্তি হিসেবে বলা হয়, বেসরকারি সংস্থার কোনো কিট কোনো দেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দেয়নি।

গণস্বাস্থ্য কেন্দ্রের কিটের অনুমোদন নিয়ে কয়েক দিন ধরে সরকার ও গণস্বাস্থ্য কেন্দ্রের টানাপড়েন চলছে। তারা পাল্টাপাল্টি অভিযোগ এবং সংবাদ সম্মেলনও করেছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 11, 2024
Fajr 4:38 am
Sunrise 5:50 am
Zuhr 11:45 am
Asr 3:58 pm
Maghrib 5:40 pm
Isha 6:52 pm
Dhaka, Bangladesh
October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ