শিরোনাম

১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:২১

বরিশালে ডাঃ এম.এ আজাদ সজলের মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২০ ৪:২২ অপরাহ্ণ
Print Friendly and PDF

বরিশাল নগরীর কালিবাড়ি রোডস্থ বে-সরকারী মমতা স্পেশালাইজড হসপিটালের লিফটের আন্ডারগ্রাউন্ড থেকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হসপিটালের বার্ণ ইউনিটের প্রধান ডাঃ এম.এ আজাদ সজল (৪৭) এর লাশ পায়ের গোড়ালীতে রক্তাক্ত জখম সহ কতোয়ালী মডেল থানা পুলিশ ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে উদ্ধার করা হয়েছে।আজ মঙ্গলবার দুপুর সোয়া একটার দিকে লাশের সুরতহাল শেষে লিফটের আন্ডার গ্রাউন্ড থেকেউপরে তোলা হয়।ঘটনাস্থলে উপস্থিত নিহত ডাঃ এম এম আজাদ সজলের চাচা আঃ করিম জানান, তারা ঢাকার কেরানীগঞ্জ থেকে নিহতেদর পরিবারের কাছ থেকে সংবাদ পেয়ে লকডাউনের মধ্যে পিরোজপুর জেলার স্বরুপকাঠী উপজেলার সোহাগদল গ্রাম থেকে মটর সাইকেল ভাড়া করে বরিশালে ছুটে আসেন।এসময় হসপিটালের কর্মরত স্টাপ ও কর্মকর্তারা ও কোতয়ালী মডেল থানার পুলিশ,নগর গোয়েন্দা পুলিশের সদস্যরা ডাঃ এম এ আজাদ সজলের সন্ধানের জন্য নিছতলা থেকে শুরু করে ১০ম তলা পর্যন্ত খো৭জ করতে থাকেন।এক প্রর্যায়ে সকাল সাড়ে ৯ টার দিকে হসপিটালের স্টাপরা নিছতলার গাড়ি পাকিংয়ের সংলগ্ন লিপটের দড়জা খুলে দেখতে পান আন্ডার গ্রাউন্ডের ফ্লোরে মৃত্যু অবস্থায় পড়ে আছে।এসময় উপরে সন্ধানে অন্যান্ন পুলিশ সদস্য ও হসপিটালের কর্মকর্তারা নিছে ছুটে এসে আন্ডার গ্রাউন্ডে ডাঃ এম এ আজাদ সজলের লাশ পড়ে থাকতে দেখেন।সন্ধানকালে বরিশাল মেট্রোপলিটন (দক্ষিন) উপ-পুলিশ কমিশনার মোক্তার হোসেন,কোতয়ালী সহকারী পুলিশ কমিশনার মোঃ রাসেল,ওসি নুরুল ইসলাম,ওসি তদন্ত এম.আর মুকুল,গোয়েন্দা পুলিশের ওসি কাজী মাহবুবুর রহমান সহ বিভিন্ন প্রর্যায়ের পুলিশের সদসরা উপস্থিত ছিলেন। সকাল ১১টার দিকে ওসি নুরুল ইসলাম, এসআই রফিকুল ইসলাম সহ লাশ উদ্ধারের জন্য লিফটের আন্ডার গ্রাউন্ডে নেমে সুরুতহাল রিপোর্ট তৈরী করে বেলা সোয়া ১টার দিকে উপরে তোলা হয়।এব্যাপারে মমতা স্পেশালাইজড পরিচালক ডাঃ জহিরুল ইসলাম মানিক বলেন, আমাকে সকাল ৫টারদিকে স্টাফরা জানান আজাদ স্যার রাতে রুমে আসে নাই ইফতারী ও খাবার সবই রুমে সামনে পরে রয়েছে।আমি তখন স্টাফদের খোজ করতে বলি তার পর আমি ক্লিনিকে চলে এসে থানায় অবহিত করি। পুলিশ আসার পর তার কক্ষ খুলে একমাত্র মোবাইল ছাড়া অন্য কিছুই পাওয়া যায়নি।পরে বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনের সাথে কথা বলার এক পর্যায়ে সংবাদ পাওয়া যায় আজাদ লিফটের ফ্লোরে পড়ে আছে।এখন ময়না তদন্তের মাধ্যমে এর কারন রহস্য বেড় হয়ে আসবে।
ডাঃ এম এ আজাদ সজলের লাশ উদ্ধারের এক পর্যায়ে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোক্তার হোসেন গণমাধ্যম কর্মীদের বলেন প্রাথমিকভাবে কিছুই বলা যাচ্ছে না। তবে লাশের ময়না তদন্তের মাধ্যমে সকল ঘটনার আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করা এস আই রফিকুল ইসলাম গণমাধ্যমকে লাশ উপরে তোলার পর বলেন জানান লাশের একমাত্র পায়ের গোড়ালী কিছুটা কাটা ও রক্তাক্ত জখম ছাড়া অন্য কোথাও দেহে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়না তদন্ত ছাড়া এই মুহুর্তে আর কিছু বলা সম্ভব নয়।
এর পূর্বে ঘটনাস্থলে গেলে হসপিটালের ওসি স্টাফ ফজলুল হক বলেন গতকাল সোমবার আমি বিকাল সাড়ে ৫টার দিকে যখন বাসায় যাই তখন স্যার সামনে হাটাচলা করতে ছিল এর পর আমি চলে যাই সকাল ৯টার দিকে ফোন পেয়ে হসপিটালে এসে সকলের সাথে হসপিটালের সকলস্থানে খোঁজ করতে থাকি।অন্য স্টাফরা বলেন গতকাল সন্ধ্যার পর থেকেই স্যারের কোন সন্ধান ছিল না। এমনকি স্যারের ৭ম তলার ৮নং কক্ষে ইফতারী নিয়ে গেলে কক্ষ বন্ধ থাকায় তার কক্ষের সাথে ইফতারী ঝুলিয়ে রেখে আসা হয়।এদিকে সোহাগদল গ্রাম থেকে সংবাদ পেয়ে ছুটে আসেন খালাতো ভাই শিহাব আহমেদ খোকন বলেন এম এ আজাদ সজলের স্ত্রী কহিনুর বেগম ফোন করে জানান ইফতারীর পূর্বে তার স্বামী ডাঃ আজাদের সাথে কথা হয় এর পর থেকে তার কোন সন্ধান পাওয়া যায়নি।তিনি আরো বলেন নিহতের পরিবার ঢাকার কেরানীগঞ্জে বসবাস করেন সে ১ছেলে ও ১ মেয়ের জনক ছিল।অণ্যদিকে সন্ধানকালে তার কক্ষ পুলিশ খুলে তার ব্যবহত মোবাইল রুমেই পাওয়া যায় বলে পুলিশ সদস্যরা জানান।পুলিশ লাশ উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হসপিটালের মর্গে প্রেরন করেছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
March 15, 2025
Fajr 4:52 am
Sunrise 6:03 am
Zuhr 12:07 pm
Asr 4:26 pm
Maghrib 6:10 pm
Isha 7:22 pm
Dhaka, Bangladesh
March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ