শিরোনাম
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জন উনের অবস্থান নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। তিনি কোথায় আছেন, কেমন আছেন তা নিয়ে ধোঁয়াশা যেন কাটছেই না। কোনো কোনো সংবাদমাধ্যম তার মৃত্যুর খবর ছেপেছে। আবার বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম বলছে– কিম এখনও মারা যাননি; তবে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।
সব মিলিয়ে কিমের বিষয়টি নিয়ে এক ধরনের ধাঁধার সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় কড়া সমালোচক কিমের অবস্থান নিয়ে কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কিমের স্বাস্থ্যের ব্যাপারে তিনি ভালোভাবে অবগত আছেন, অন্যরাও দ্রুতই জানতে পারবেন।
কিমের অসুস্থতা নিয়ে আগেও কথা বলেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিমের বেঁচে থাকা নিয়ে সংশয় প্রকাশ করে সংবাদ ছাপায় নিজের বিরুদ্ধ স্বদেশী সংবাদমাধ্যম সিএনএনর একহাত নিয়ে ট্রাম্প জানিয়েছিলেন, এসব তাদের বানানো ‘ভুয়া খবর’।
হোয়াইট হাউসে সোমবার ফের কিম প্রসঙ্গে কথা বলেন ট্রাম্প। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ, কিমের ব্যাপারে আমরা খুব ভালো করেই জানি। তবে আমি এখন এটি নিয়ে কিছু বলতে পারছি না। আমি কেবল তার শুভ কামনা করছি।
কিমের ব্যাপারে সাংবাদিকরাও দ্রুত জানতে পারবেন বলেও জানান ট্রাম্প। তিনি বলেন, আমি আশা করি, তিনি ভালো আছেন। খুব দ্রুতই আপনারাও তার ব্যাপারে জানতে পারবেন।
কিমের সঙ্গে অম্লমধুর সম্পর্কের কথা জানিয়ে ট্রাম্প বলেন, কিম জন উনের সঙ্গে আমার ভালো একটি সম্পর্ক আছে। আমি বলতে পারি, আমি প্রেসিডেন্ট না হলে, আপনারা উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধ শুরু করে দিতেন।
শনিবার ছিল কোরিয়ান পিপলস রেভোল্যুশনারি আর্মির ৮৮তম বার্ষিকী। প্রতি বছর উত্তর কোরিয়ার সেনাবাহিনীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী দিনটি উদযাপন করে থাকে। এবার এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে দেখা যায়নি কিম জন উনকে।
গত ১৫ এপ্রিল ছিল উত্তর কোরিয়ার সূর্য দিবস বা ডে অব দ্য সান, যা কিম জং উনের পিতামহ এবং উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সুংয়ের জন্মদিন। সেদিনের অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন না কিম জং উন।
ফলে উত্তর কোরিয়ার বর্তমান নেতার কী হয়েছে তা নিয়ে গুজবের ডালপালা ছড়াচ্ছে চারদিকে।
বিষয়টি নিয়ে মুখ খুলছে না পিয়ংইয়ংয়ের কোনো সংবাদমাধ্যম। তবে দক্ষিণ কোরিয়া থেকে জানানো হয়েছে, কিম ‘জীবিত ও ভালো’ আছেন। উত্তরের শীর্ষ সংবাদমাধ্যম রোডং সিনমুনের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, পূর্ব উপকূল রাজ্য ওনসেনে কর্মরত নির্মাণকর্মীদের শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন কিম।