শিরোনাম
করোনাভাইরাস নামক অদৃশ্য শক্তিতে কুপোকাত সারা বিশ্ব। স্তব্ধ গোটা পৃথিবীর মানুষগুলো।শীতল বরফের মত জমে রয়েছে মানুষ ঘরবন্দী হয়ে। কর্ম নেই, অর্থ নেই।তাহলে,নিত্যদিনের খাবার খাওয়াটা এখন অনিশ্চিত হয়ে দাড়িয়েছে। তবে থেমে নেই জনপ্রতিনিধি কিংবা বিওশালীরা।সেই ধারবাহিকতার অংশ হিসেবে সোমবার মধ্যরাতে ৩০০ টি পরিবারের পাশে নিজ অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরন করেছেন নগরীর ৫ নং ওয়ার্ডের জনদরদী কাউন্সিলর কেফায়েত হোসেন রনি। নিজ কার্যালয়ে সারাদিন খাদ্যসামগ্রী প্যাকেটজাত করার পর,মধ্যরাএে অসহায় ও দুস্থ পরিবারগুলোর দরজায় খাদ্য নিয়ে হানা দেয়।এই খাদ্য সামগ্রী পেয়ে অনেকে স্বস্থি প্রকাশ করেছেন।পাশাপাশি তার এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ওয়ার্ড বাসিন্দারা। এ ব্যাপারে ৫ নং ওয়ার্ডের এক বাসিন্দা তারেক হোসেন জানায়,আমরা অতীতে এমন কাউন্সিলর দেখিনি।আমি আল্লাহর কাছে দোয়া করি আমাদের এই রনিভাই যেন এভাবে মানুষের পাশে ভবিষ্যৎ দাঁড়াতে পারে।