শিরোনাম
ভারতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার জন্য অনেকে তাবলিগ জামাতকে দায়ি করছেন।এমন পরিস্থিতিতে প্লাজমা থেরাপির মাধ্যমে করোনা রোগীদের চিকিৎসায় রক্ত নিয়ে এগিয়ে এসেছে সেই তাবলিগ জামাতের সদস্যরাই।
এবার তাবলিগ সদস্যদের রক্তেই হবে করোনা রোগীদের চিকিৎসা। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সুস্থ হয়ে ওঠা করোনা রোগীদের বেশি করে রক্ত ও প্লাজমা দেয়ার অনুরোধ করেছেন।
এর পরিপ্রেক্ষিতে ভারতে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা তাবলিগ জামাতের সদস্যরা রক্ত ও প্লাজমা দানের ঘোষণা দিয়েছেন।সংগঠনটির কেন্দ্রীয় আমির মাওলানা সাদ কান্ধলভির লিখিত অনুরোধের পর তাবলিগ সদস্যরা এ আগ্রহ দেখাচ্ছেন।
তাবলিগ জামাতের এ উদ্যোগ গুরুতর করোনা রোগীদের চিকিৎসায় নতুন সম্ভাবনা খুলে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
করোনাভাইরাসের ভ্যাকসিন এখনও না বের হলেও প্লাজমা থেরাপি যথেষ্ট কাজ দিচ্ছে। সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠা রোগীদের শরীরের অ্যান্টিবডি বা প্রোটিন করোনাভাইরাস প্রতিরোধ করছে। সুস্থ হয়ে যাওয়া রোগীর রক্ত ও প্লাজমা অসুস্থের শরীরে প্রবেশ করিয়ে অ্যান্টিবডি তৈরি হচ্ছে।
দিল্লিতে এই চিকিৎসাপদ্ধতি এতটাই সাড়া ফেলেছে যে মুখ্যমন্ত্রী দুদিন আগে সুস্থ ব্যক্তিদের আরও বেশি করে রক্তদানে এগিয়ে আসার অনুরোধ জানান।
এরপরই তাবলিগের আমির মাওলানা সাদ কান্ধলভি করোনা রোগীদের চিকিৎসার জন্য তাবলিগ সদস্যদের প্লাজমা দানের অনুরোধ জানান।
দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এইমস) ও হরিয়ানার ঝাজ্জরে ১৪২ জন করোনায় আক্রান্ত তাবলিগ জামাতের সদস্য ভর্তি হন। তারা সবাই দিল্লির নিজামুদ্দিনে তাবলিগ জামাতের মারকাজে ছিলেন।
অসুস্থ ব্যক্তিদের মধ্যে ১২৯ জন সুস্থ হয়ে উঠেছেন। তারাই রক্ত ও প্লাজমা দানে রাজি হয়েছেন। তাবলিগ জামাতের সদস্যরা ভবিষ্যতেও সব ধরনের সহযোগিতারআশ্বাস দিয়েছেন।