শিরোনাম
বরিশালে নিউজপেপার অলিম্পিয়াড এর কার্যক্রম
নিজস্ব প্রতিবেদন: ন্যাশনাল নিউজপেপার অলিম্পিয়াড দেশব্যাপী কর্মশালা করে আসছে। এরই ধারাবাহিকতায় বরিশালেও নিউজপেপার অলিম্পিয়াড এর কর্মশালা অনুষ্ঠিত হবে। নিউজপেপার অলিম্পিয়াড এর কর্মশালায় একাধিক সেশন থাকে। কর্মশালায় মূলত সাংবাদিকতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।সেই সাথে কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট, পাবলিক স্পিকিং এর মতো সেশনও থাকে। নিউজপেপার অলিম্পিয়াড এর সিলেকশন রাউন্ড এবছর মে থেকে অনুষ্ঠিত হবে।তবে এর আগে অলিম্পিয়াড এর কর্মশালায় অংশ নিতে ভিজিট করুন অলিম্পিয়াডের ওয়েবসাইট www.nnobd.org এ। আর আপনিও যুক্ত হতে পারেন নিউজপেপার অলিম্পিয়াড এর ক্যাম্পাস এম্বাসেডর হিসেবে। ওয়েবসাইট এর মাধ্যমে এমবাসেডর হওয়ার জন্য এপ্লাই করতে পারেন।
বর্তমানে ১৫০০ এর অধিক এমবাসেডর কাজ করছেন নিউজপেপার অলিম্পিয়াডে৷