শিরোনাম
করোনার সংক্রমণ ঠেকাতে মানুষকে ঘরে থাকার বার্তা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন, মানুষের পাশে থাকতে চাই। আমার করোনা হলে হবে তাতে কী যায় আসে।
করোনা মোকাবিলায় ভারতজুড়ে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে সবাইকে আবারও ঘরে থাকার আবেদন জানান মুখ্যমন্ত্রী মমতা।
সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে লকডাউনের সব শর্ত মেনে চলার আবেদন জানান মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, লকডাউনের জেরে প্রত্যেকের কম-বেশি সমস্যা হচ্ছে জানি। কিন্তু করোনার সঙ্গে লড়তে গেলে এটা করতেই হবে।
একইসঙ্গে এই ভাইরাসের সংক্রমণ রুখতে প্রত্যেককে মুখে মাস্ক পরতেও আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এর আগে রাজাবাজার, পার্ক সার্কাস, খিদিরপুর চত্বরে পরিদর্শন করেন তিনি।
করোনার সংক্রমণ রুখতে এলাকাবাসীকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন মমতা। একইসঙ্গে লকডাউনের জেরে কেউ সমস্যায় পড়লে পুলিশের সঙ্গে যোগাযোগ করতেও আবেদন জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার বিকালে প্রথমে মৌলালিতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী।
গাড়ি থেকেই এলাকাবাসীদের সচেতন করেন তিনি। লকডাউন সফলভাবে পালন করার জন্য এলাকাবাসীকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
বিডি প্রতিদিন/
নামাজের সময়সূচি | |
---|---|
November 8, 2024 | |
Fajr | 4:51 am |
Sunrise | 6:04 am |
Zuhr | 11:42 am |
Asr | 3:39 pm |
Maghrib | 5:19 pm |
Isha | 6:33 pm |
Dhaka, Bangladesh |