শিরোনাম
রিপোর্ট ঃ আসাদুজ্জামান।।
জন্ম থেকে মরনে আমাদের পুলিশ বাহিনী থাকবে জনতার স্মরনে। নানান সফলতার মধ্য দিয়ে নিন্দুকদের সমালোচনা পেরিয়ে সারা দেশের জনতার আস্থার স্থলে পৌছেছে বাংলাদেশ পুলিশ বাহিনী। মহামারী করোনার ভয়ে যখন সন্তান তার মাকে ফেলে দেয় তখন সেই অসুস্থ মায়ের দায়িত্ব নেয় পুলিশ। লাশের জানাযা ও দাফনে প্রিয়তম স্বজনেরা কেউ আসেনা তখন কবর খোদে পুলিশ. জানাযা দেয় পুলিশ. দাফন করে পুলিশ। গোপনে কর্মহীন অনাহারীদের বাসায় নিজ উদ্দোগে খাবার দিয়ে আসে পুলিশ। সারাদেশে সকল কর্মীহীনদের সহায়তায় বেতনের ২০ কোটি টাকা সহায়তা দিয়েছে বাংলাদেশ পুলিশ বাহিনী। মানুষ সব সময় ব্যাক্তিগত ভাবে লাভবান না হয়ে সারা জীবন পুলিকে ভৎসনাই করে গেছে। কিন্তু পুলিশ যে জনগনের কতটা বন্ধু তা হয়তা প্রানঘাতি মহামারী করোনার থাবা নিজ চোখে না দেখলে বিশ্বাস হওয়া স্বপ্নের মত কঠিন ছিলো। আই জিপি নুর মহম্মদ স্যারের সাথে আমার সু পরিচয় ছিলো। তখন থেকেই পুলিশের ভাবমুর্তি নিয়ে কথা হতো। বিচ্ছিন্ন দু একটা ঘটনা ছারা পুলিশের ভাবমুর্তি উজ্জল হতে শুরু করে
এর পরে সকল আইজিপি ও মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা মানুষের সেবায় অত্বপ্রত্যয়ী আগের চেয়ে অনেক বেশী হয়েছে। আস্তে আস্তে মানুষ বুজতে পেরেছে পুলিশ আসলেই জনগনের বন্ধু। পুলিশ কমিশনার ডাঃআব্দুর রহিম. পুলিশ কমিশনার শৈবাল কান্তি. পুলিশ কমিশনার মোশারেফ হোসেন. পুলিশ কমিশনার শামছুদ্দিন. পুলিশ কমিশনার রুহুল আমিন. পলিশ কমিশনার দেবদাস ভট্টাচার্য সহ অরো একাধিক পুলিশ অফিসারদের সাথে সাংবাদিকতার সুবাদে সুপরিচয়ের সুষোগ হয়েছিলো। আনেক কাছ থেকে দেখেছি। তারা পুলিশবান্ধব বস্তু নিস্ঠ লেখক হিসাবে আমাকে স্নেহও করতেন অনেক। আমি পুলিশের ভালো কাজ গুলোর ছবি ও সংবাদ বড় করে ছাপিয়ে আমার সহকর্মী সাংবাদিক বন্ধু ও অনেকের ভৎসনা বহুবার শুনেছি। এখনো তার রেশ কাটেনি। ভালো কাজের প্রসংসা করায় আমাকে পুলিশের দালাল বলে এক সময় যারা গালি দিয়েছেন এখন তারাই পুলিশের প্রসংসা করছেন। খুব ভালো লাগছে। ভুল গুলো সুধরাতে একটা কঠিন বাস্তবের মুখামুখি হয়ে আজ আমাদের সকলেরই বুজতে সহজ হয়েছে পুলিশ সব সময় জনগনের বন্ধু হিসাবেই কাজ করেছে। আজো করে যাচ্ছে। করোনা মহামারীতে প্রমান করার সুযোগ পেয়েছে পুলিশ বাহিনী। নিজে ও পরিবারের কথা চিন্তা না করে মৃত্যুর ঝুকি নিয়ে করোনা থেকে জনগনকে বাচানোর জন্য দিনরাত কাজ করে যাচ্ছে পুলিশ। নতুন আই জিপি বেনজীর আহম্মেদ দায়িত্ব বুঝে নিয়ে প্রথম বক্তব্যে বলেছেন। বাংলাদেশের পুলিশ হবে জনগনের প্রাথমিক ভরসার স্থল। সেভাবেই কাজ করছে পুলিশ বাহিনী। ঢাকার বর্তমান পুলিশ কমিশনার ও বরিশালের পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দন খান এর সাথে দু দিন কথা বলার সুযোগ হয়েছিলো। প্রসংসা না করলেই নয়। অতি সাধারন মানুষের সাথে প্রান খুলে কথা বলেন। সমস্যার কথা মন দিয়ে শুনেন। মানুষ তুষ্ট হয়ে প্রসংসা করছেন। এভাবে সারা দেশেই প্রসংনীয় কাজ করে মানুষের আস্থার স্থলে পরিনত হয়েছে বাংলাদেশ পুলিশ বাহিনী। নীতিতে অটল ও ন্যায় বিচার এবং জনসেবায় উজ্জল দৃষ্টান্ত হয়ে মানুষের অন্তরে ইতিহাস হয়ে থাকবে আমাদের পুলিশ বাহিনী।
নামাজের সময়সূচি | |
---|---|
November 8, 2024 | |
Fajr | 4:51 am |
Sunrise | 6:04 am |
Zuhr | 11:42 am |
Asr | 3:39 pm |
Maghrib | 5:19 pm |
Isha | 6:33 pm |
Dhaka, Bangladesh |