শিরোনাম
নিজস্ব প্রতিবেদক।।
করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় ঘরে থাকা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মাঝে সরকারিভাবে বরাদ্দকৃত খাদ্যসামগ্রী বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করেছেন নলছিটি উপজেলার ২ নং মগড় ইউনিয়নের আমিরাবাদ ও ডুবিল গ্ৰামের ০৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জামাল মল্লিক। এই এলাকার কর্মহীন নিম্ন মধ্যবিত্ত পরিবারের ত্রান সামগ্রী বিতরন করেন। এ খাদ্য সামগ্রী পেয়ে খুশি হন ব ঘরে থাকা নিম্ন মধ্যবিত্ত মানুষ। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক দিনমজুর বলেন আমাদের মেম্বার জামাল ভাই বর্তমান করোনা পরিস্থিতিতে সবসময় অসহায়দের খোঁজ খবর নিচ্ছেন। আমরা তার জন্য দোয়া করি ।
এবিষয়ে ইউপি সদস্য জামাল মল্লিক মুঠোফোনে জানান, দেশের এই দুঃসময়ে আমার নির্বাচিত এলাকার নিম্ন মধ্যবিত্ত মানুষের মাঝে ত্রান সামগ্রী সঠিক ভাবে পৌঁছে কার্যক্রম চলছে। এছাড়াও আমি ব্যাক্তিগত ভাবে অনেক হতদরিদ্র পরিবারের মাঝে সাহায্য সহযোগিতা করছি এবং সবসময় মানুষের সেবায় নিয়োজিত থাকতে চাই।