শিরোনাম
করোনা পরিস্থিতেতে ত্রাণ দিতে বিএনপিকে কে বাধা দিয়েছে তার তথ্য-প্রমাণ দিতে দলটির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকায় নিজের সরকারি বাড়িতে এক ব্রিফিংয়ে এই আহ্বান জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে ত্রাণ কাজে বাধা দেওয়া হচ্ছে বলে তারা অভিযোগ করেছে, আমি বলতে চাই কে বাধা দিয়েছে? কোথায় বাধা দিয়েছে? তথ্য প্রমাণ দিন।
তিনি বলেন, এই অমানবিক কাজ যারা করেছে বা করছে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। এটা শাস্তিযোগ্য অপরাধ।
বিএনপিকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, আমি আবারও বলতে চাই, বিএনপিকে সরকারের নিশ্চিহ্ন করার কোনো প্রয়োজন নেই। বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য সরকার নয়, তারা নিজেরাই নিজেদের ধ্বংসের জন্য যথেষ্ট। তাদের নেতিবাচক রাজনীতি তাদের ধ্বংস করার জন্য যথেষ্ট।
তৃণমূলে ত্রাণ পাওয়ার যোগ্যদের তালিকা তৈরিতে কোনো বৈষম্য না করার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন কাদের।
তিনি বলেন, আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমূলে ত্রাণ কার্যক্রম সমন্বয়ের নির্দেশ দিয়েছেন।দলীয় প্রধানের নির্দেশনা অনুযায়ী তৃণমূল পর্যায়ে ইউনিয়ন এবং ওয়ার্ডভিত্তিক ত্রাণ কমিটি হবে।