শিরোনাম
মহামারী আকার ধারণ করা করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় অভিনব এক উদ্যোগ নিয়েছে বিপিএলের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
গৃহবন্দি থাকা অবস্থায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সব খেলোয়াড় করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সামাজিক যোগাযোগের মাধ্যম ভিডিওর মাধ্যমে জনগণকে সচেতন করছেন।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের এই জনকল্যাণমূলক উদ্যোগের পেছনে রয়েছেন দলটির মালিক কে এম রিফাতুজ্জামান। তিনি এ ধরনের বার্তা দিতে খেলোয়াড়দের উদ্বুদ্ধ করছেন।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের চিফ অপারেটিং অফিসার সৈয়দ ইয়াসির আলম জানান, ভক্তদের কাছে একটি সুপরিকল্পিত ও ইতিবাচক বার্তা পৌঁছে দেয়াটাই এখন সবচেয়ে জরুরি। দল হিসেবে এবং দলের খেলোয়াড় হিসেবে যে কোনো সংকটে এগিয়ে আসাটা আমাদের দায়িত্ব।
তিনি বলেন, করোনাভাইরাস শুধু আমাদের দেশ নয় বরং পুরো বিশ্বের একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে, এ সময়ে প্রয়োজনীয় সঠিক তথ্য জেনে রাখাটা খুবই প্রয়োজন। এ কারণেই দলের সব খেলোয়াড় কভিড-১৯ সংক্রান্ত ভিডিও শেয়ার করছেন।
বিপিএলের সবশেষ আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছেন দেশের প্রতিভান ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, ইমরুল কায়েস, নুরুল হাসান সোহান, মেহদি হাসান রানা, মুক্তার আলী ও এনামুল হক জুনিয়র।
বিদেশি ক্রিকেটারদের মধ্যে ছিলেন-ক্রিস গেইল, আভিশকা ফার্নান্দো, রায়াদ এমরিত, ইমাদ ওয়াসিম এবং কেসরিক উইলিয়ামসের মতো তারকারা।
গত ১৭ এপ্রিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্ল্যাটফর্মে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন ক্রিকেটার মুক্তার আলী। ভিডিওর মাধ্যমে তিনি সবাইকে করোনার সংক্রমণ এড়িয়ে চলার পরমর্শ দেয়ার পাশাপাশি আত্মবিশ্বাসের সঙ্গে এই মহামারীকে মোকাবেলার আহ্বান জানান।
এ ছাড়া এনামুল হক জুনিয়র, কেসরিক উইলিয়ামস, মেহেদি হাসান রানা, নুরুল হাসান, জুনায়েদ সিদ্দিকী, রায়াদ এমরিত এবং চাদউইক ওয়ালটন ভিডিওর মাধ্যমে তাদের বার্তা দিয়েছেন। নুরুল হাসান সোহানের বার্তায় এ ক্রিকেটারের সঙ্গে দেখা গেছে তার ফুটফুটে কন্যাসন্তানকেও।
বিপিএলের এ ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, করোনা সচেতনতায় ভবিষ্যতে তারা আরও ক্রিকেটারের ভিডিও বার্তা দেবে।