শিরোনাম
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, কভিড-১৯ করোনাভাইরাস সংক্রমণের সপ্তম সপ্তাহ পার করছি। এ সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু গতকাল শনিবার লক্ষ্য করেছি ব্রাহ্মণবাড়িয়ায় একটি জানাজায় হাজার হাজার মানুষ অংশ নিয়েছে। এই সময়ে এ ধরনের জমায়েত ক্ষতিকর।আশঙ্কা করছি অনেক লোক আক্রান্ত হয়েছেন। প্রশাসন তাদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন। এমন দায়িত্বজ্ঞানহীন কাজ মানায় না।আজ রবিবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ব্রিফিংয়ে অংশ নিয়ে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
প্রসঙ্গত, লকডাউন উপেক্ষা করে লাখো মানুষ যোগ দেন বাংলাদেশ খেলাফত মজলিশের সিনিয়র নায়েবে আমির আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি আলোচক মাওলানা জুবায়ের আহমদ আনসারীর জানাজায়। তার প্রতিষ্ঠিত সরাইলের জামিয়া রহমানিয়া বেড়তলা মাদ্রাসায় জানাজা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার প্রান্তর ছাড়িয়ে জানাজার সারি দীর্ঘ হয় ঢাকা-সিলেট মহাসড়কে। দেশ ও জেলার শীর্ষ আলেমরা ছাড়াও মাদ্রাসার ছাত্র এবং সাধারণ মানুষ এতে যোগ দেন।
জানাজায় ইমামতি করেন জুবায়ের আহমেদ আনসারীর ছেলে হাফেজ মাওলানা আসাদ উল্লাহ।