শিরোনাম
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল উজিরপুরের মালিকান্দা অজ্ঞাত দুর্বৃত্তদের আগুনে ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত হয়ে ৪ লক্ষধিক টাকা ক্ষতিসাধন হয়েছে। এ ঘটনায় ব্যবসায়ী শাহিন বেপারী বাদী হয়ে উজিরপুর মডেল থানায় ১৫ এপ্রিল অজ্ঞাতনামা একটি সাধারণ ডায়েরী করেছে। ডায়েরী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায় উপজেলা বড়াকোঠা ইউনিয়ন উঃ মালিকান্দা গ্রামের আবুল কালাম বেপারীর ছেলে শাহিন বেপারী মালিকান্দা সংলগ্ন মুসলিম মার্কেট নামক বাজারে শাহিন ভ্যারাইটিজ স্টোর ও
মুদিমনোহারী দোকান ছিল। ১৪ এপ্রিল রাত পৌনে ১১ টায় ব্যবসায়ী শাহিন প্রতিদিনের মত খাবার খেতে দোকান ঘরটি তালাবদ্ধ করে বাড়িতে যান। রাত সাড়ে ১১ টায় পার্শ্ববর্তী ব্যবসায়ী নজরুল ইসলাম, খোকন, লোকমান হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে ডাকচিৎকার করলে ব্যবসায়ী শাহিন ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যায় এবং ফায়ার সার্ভিসকে অবহিত করে। পরে উজিরপুর ফায়ার সার্ভিস টিম ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে কিন্তু ততক্ষণে দোকান সম্পূর্ণ রূপে পুড়ে ছাই হয়ে যায়। এতে দোকান ঘর ও মালামাল পুড়ে ৪ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়। ব্যবসায়ী শাহিন সর্বস্ব হারিয়ে পথে বসেছে। পরিবারের সদস্যদের নিয়ে দুমুঠো খাবার যোগাতে হিমশিম খেতে হচ্ছে। ইতিপূর্বে শাহিন এ ব্যবসা চালিয়ে বেশ ভালই পরিবারের সদস্যদের নিয়ে দিন কাটাত। আজ দিশেহারা হয়ে পড়েছে। পুনরায় ব্যবসা চালু করার লক্ষ্যে ভুক্তভোগী পরিবার আর্থিক সহায়তার দাবী জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সু-দৃষ্টি কামনা করেন। এ ব্যাপারে উজিরপুর মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসান জানান সাধারণ ডায়েরী ভিত্তিতে বিষয়টি তদন্ত করে দেখা হবে।