শিরোনাম
রাশিয়ায় করোনা মহামারী রুখতে সামরিক বাজেটের অর্থও ব্যবহার করছে দেশটির সরকার।
সংক্রমণ ও মৃত্যুর বাড়াবাড়ির মধ্যে এ সামরিক বাজেট ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
তিনি বলেছেন, প্রয়োজন হলে সেনাবাহিনীও মাঠে নামাবেন তিনি। করোনা পরিস্থিতি নিয়ে মন্ত্রিসভার এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেন পুতিন।
এ মুহূর্তে বিশ্বের অন্যান্য দেশের চেয়ে সবচেয়ে দ্রুতগতিতে সংক্রমণ বাড়ছে চীনের প্রতিবেশী দেশ রাশিয়ায়।
বৃহস্পতিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৩ হাজার ৪৪৮। এতে মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৩৮। মৃত্যু হয়েছে ২৩২ জনের।
করোনাভাইরাসের পরিস্থিতি পর্যালোচনা করতে সম্প্রতি রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন পুতিন। দ্রুত আক্রান্তদের সংখ্যা বাড়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।
এ অবস্থায় মহামারী প্রতিরোধে দ্রুত সামরিক বাজেট ব্যবহার করার নির্দেশ দেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, আগামী কয়েকদিনের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে।
এ বিষয়ে সব ধরনের আপডেট তথ্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে জনগণকে জানাতে হবে। করোনাভাইরাস রুখতে দ্রুত ভ্যাকসিন তৈরি কাজ করছেন রুশ বিজ্ঞানীরা।
নামাজের সময়সূচি | |
---|---|
February 6, 2025 | |
Fajr | 5:19 am |
Sunrise | 6:33 am |
Zuhr | 12:12 pm |
Asr | 4:11 pm |
Maghrib | 5:51 pm |
Isha | 7:04 pm |
Dhaka, Bangladesh |