শিরোনাম
করোনাভাইরাসের কারণে আরব আমিরাত লকডাউন থাকায় ব্যবসা প্রতিষ্ঠান সব বন্ধ হয়ে গেছে। বেকার হয়ে পড়েছেন অসংখ্য বাংলাদেশি।
এ অবস্থায় আরব আমিরাত বিএনপির নেতা সাহেদ আহমেদ রাসেলের সহযোগিতায় দুবাই নাখিল এরিয়ায় বাংলাদেশিদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
এতে সহযোগিতা করেছেন আরব আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতির (প্রসাস) সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, সিনিয়র সহ-সভাপতি নাসিম উদ্দিন আকাশ।
সাহেদ আহমেদ রাসেল জানান, দুবাই নাখিল এরিয়া, ইন্টারন্যাশনাল সিটি ও আজমানে প্রবাসীদের মাঝে ইউএই বিএনপির মাধ্যমে খাদ্যসামগ্রী পৌছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ সহযোগিতা লকডাউন চলাকালীন অব্যাহত থাকবে।
নামাজের সময়সূচি | |
---|---|
February 7, 2025 | |
Fajr | 5:19 am |
Sunrise | 6:33 am |
Zuhr | 12:12 pm |
Asr | 4:11 pm |
Maghrib | 5:51 pm |
Isha | 7:04 pm |
Dhaka, Bangladesh |