শিরোনাম
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক, আল্লামা শাহ আহমদ শফীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১টায় চট্টগ্রাম থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় আনা হয়।
আল্লামা শফীর ছেলে মাওলানা আনাস মাদানি জানান, আমার আব্বাজান আগের চেয়ে ভালো আছেন। বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শে তার আরও উন্নত চিকিৎসার জন্য আজগর আলী হাসপাতালে নেওয়া হয়েছে। আপনার সবাই তার পরিপূর্ণ সুস্থতার জন্য দোয়া করবেন।
প্রসঙ্গত, গত শনিবার শারীরিক দুর্বলতা নিয়ে আল্লামা শফী চট্টগ্রামের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হন।