শিরোনাম
নিজস্ব প্রতিবেদক :: করোনাভাইরাসের কারণে কর্মহীন থাকা সহাস্রাধিক পরিবারকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র নির্দেশে ত্রাণ দেওয়ার প্রস্তুতি নিয়েছে বরিশাল সদর উপজেলা যুবলীগ। শুক্রবার থেকে কয়েক ধাপে উপজেলার ১০ ইউনিয়নের অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিরতণ শুরু করে। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকাল থেকে চাঁদপুরা ইউনিয়নে শতাধিক কর্মহীন পরিবারের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দেন যুবলীগ নেতা রাহাত তালুকদারসহ সংগঠনের নেতৃবৃন্দ।
জানা গেছে, করোনা ভাইরাসের কারণে ১০ ইউনিয়নের অসংখ্য মানুষ কর্মহীন হয়ে আয়ের উৎস্য বন্ধ হয়ে গেছে। তাদের মধ্যে অনেকেই রয়েছে অভুক্ত। এই কর্মহীন মানুষের মাঝে অর্থাৎ প্রত্যেক পরিবারকে ৫ কেজি করে চাল, ২ কেজি আলু, এককেজি ডাল, পিয়াজ এককেজি, এক লিটার তৈলসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ৮নং চাদপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিটন মাষ্টার, শাহিনুল ইসলাম শাহিন,আমিনুল ইসলাম সবুজ, শাহ পরান সুজন ও বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগার বরিশাল মহানগরের সাধারন সম্পাদক তরিকুল ইসলাম রাসেল।
উপজেলা যুবলীগ নেতা রাহাত তালুকদার জানান, ১০ ইউনিয়নের প্রতিটির অন্তত ১০০ পরিবারকে ত্রাণ দেওয়া হবে। প্রতিদিন একটি করে সর্বমোট ১০ ইউনিয়নের ১ হাজার মানুষের মাঝে খাদ্যসামগ্রী দেওয়ার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শুক্রবার চাঁদপুরা ইউনিয়নে শতাধিক পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। যুবলীগের এই কমসূচি শুরু করে পর্যায়ক্রমে চরকাউয়া, চন্দ্রমোহন, চরমোনাই, টুঙ্গিপাড়া, চাঁদপুরা, কাশিপুর, চরবাড়িয়া, শায়েস্তবাদ, রায়পাশা-কড়াপুর ও জাগুয়ায়ও বিতরণ করা হবে।’
উল্লেখ্য এর আগেও একাধিক দুর্যোগে রাহাত তালুদারের নেতৃত্বে বরিশাল সদর উপজেলা যুবলীগ মাঠে থেকে সাহায্য সহযোগিতা করে। পাশাপাশি স্থানীয়ভাবে সমাজকল্যাণমূলকসহ কাজেও মাঠে থেকে ইতিবাচক ভুমিকা রেখে প্রসংশিত হয়।