শিরোনাম
তারিকুর রহমানঃ বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বাজার ও দোকান ঘাটে যাতে কোন রকম লোক সমাগম না হয় সে জন্য অনুরোধ করে চরমোনাই ইউনিয়নের সকল ওয়ার্ডের গ্রাম পুলিশেরা। আজ শুক্রবার জুমার নামাজের আগে বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি থানার আওয়াতাধীন চরমোনাই ইউনিয়নের ০৭/০৮/ও০৯ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ এক সাথে গ্রামের প্রতিটি মসজিদে যায় এবং সবাইকে সচেতন মূলক পরামর্শ দেন।এসময় জুম্মার নামাজে বেশি লোক সমাগম করতে নিষেধ করেন। সাধারণ মানুষকে বলেন আপনারা নিজেরা সচেতন ভাবে থাকবেন এবং উপর কে ও সচেতন করবেন। এবং সন্ধ্যার পরে ও তারা সকল বাজার ঘাটে জনসমাগম করতে বাথা দেন পাশাপাশি তারা সব দোকান বন্ধ করার জন্য দোকান দারের কাছে অনুরোধ করে। ০৮ নং ওয়ার্ডে অবস্তিত বেলতলা ফেরিঘাটে সন্ধার পরে তারা কঠোর ভাবে অভিযান চালায়। এছাড়াও এ সাধারণ মানুষের ও এই বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছেন। এসময় সবাই বলে যে বর্তমান সরকারের নির্দেশ অনুযায়ী এবং বরিশাল কোতোয়ালি থানার নির্দেশে আমরা আমাদের এলাকায় প্রয়োজনে লকডাউন করে দিবো ফলে এই এলাকায় কোন মানুষ প্রবেশ করতে পারবে না এবং এলাকার বাহিরে ও যাইতে পারবে না। আল্লাহর রহমতে যতদিন না করোনা ভাইরাসের সংক্রমণ বন্ধ না হয় ততদিন এই কার্যক্রম চলবে । এবিষয়ে চরমোনাই ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত এস আই বসির আহাম্মেদ জানান খুন সুন্দর এবং যুগ উপযোগী একটি পদক্ষেপ নিয়েছে গ্রাম পুলিশি আমরা চাই সকল গ্রাম পুলিশি এভাবে কাজ করবে।এসময় গ্রাম পুলিশ মোঃ ইকবাল সিকদার বলেন আমাদের সবাইকে এক সাথে কাজ করে এই সংকট মোকাবেলা করতে । তিনি আরো বলেন আমাদের দায়িত্ব পালন করতে হলে আমাদের নিজেদের সুরক্ষার প্রয়োজন। আর তাই আমরা চাই আমাদের জন্য সুরক্ষার ব্যবস্তা করুক ।
নামাজের সময়সূচি | |
---|---|
November 8, 2024 | |
Fajr | 4:51 am |
Sunrise | 6:04 am |
Zuhr | 11:42 am |
Asr | 3:39 pm |
Maghrib | 5:19 pm |
Isha | 6:33 pm |
Dhaka, Bangladesh |