শিরোনাম
মাইনুল ইসলামঃ বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের চাঁদের হাট বাজার লকডাউন করে কমিউনিটি পুলিশিং ফোরাম। আজ শুক্রবার জুমার নামাজের আগে বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি থানার আওয়াতাধীন চরমোনাই ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের সভাপতি এম মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক এবায়দুল হক খান তুহিন, এবং সাথে উপস্থিত ছিলো সৈয়দ মামুন, সৈয়দ শীস মামুন, শেখ শামিম, সোহেল খন্দকার, সহ ০৮ নং ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং এর সকল সদস্যরা। এসময় সবাই বলে যে বর্তমান সরকারের নির্দেশ অনুযায়ী এবং বরিশাল কোতোয়ালি থানার নির্দেশে আমরা আমাদের এলাকায় লকডাউন করেছি। যার ফলে প্রয়োজন ব্যতিতোএই এলাকায় কোন মানুষ প্রবেশ করতে পারবে না এবং এলাকার বাহিরে ও যাইতে পারবে না। আল্লাহর রহমতে যতদিন না করোনা ভাইরাসের সংক্রমণ বন্ধ না হয় ততদিন এই লকডাউন চলবে। এবিষয়ে চরমোনাই ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত এস আই বসির আহাম্মেদ জানান খুব সুন্দর এবং যুগ উপযোগী একটি পদক্ষেপ নিয়েছে কমিউনিটি পুলিশিং ফোরাম আমরা চাই সকল কমিউনিটি পুলিশিং ফোরাম এভাবে কাজ করবে।
নামাজের সময়সূচি | |
---|---|
February 4, 2025 | |
Fajr | 5:20 am |
Sunrise | 6:34 am |
Zuhr | 12:12 pm |
Asr | 4:10 pm |
Maghrib | 5:50 pm |
Isha | 7:03 pm |
Dhaka, Bangladesh |