শিরোনাম
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) অন্তর্ভুক্ত ৬৯টি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ২৪ ঘণ্টা করোনাসহ সব রোগের চিকিৎসা দেয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
বৃহস্পতিবার করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন বিফ্রিংয়ে প্রতিদিনের স্বাস্থ্য বুলেটিনে যুক্ত হয়ে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, আমরা এরইমধ্যে পর্যায়ক্রমে সব ডাক্তারদের সঙ্গে বারবার আলোচনা করেছি। উদ্ভূত পরিস্থিতিতে সবাই সরকারের পাশাপাশি জনগণের সেবা দিতে প্রস্তুত আছে। প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয় নিয়ে আলোচনা করেছি। তিনিও আমাদেরকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
ব্রিফিংয়ে যোগ দিয়ে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) সভাপতি মবিন খান বলেন, আমাদের অ্যাসোসিয়েশনভুক্ত ৬৯টি মেডিকেল কলেজ ও হাসপাতালে দিন-রাত ২৪ ঘণ্টা খোলা থাকবে। সেখানে করোনাসহ বিভিন্ন রোগের চিকিৎসা দেয়া হবে। এসব মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে প্রায় ২০ হাজার নার্স চিকিৎসক সব সময় প্রস্তুত রয়েছেন। এসব হাসপাতালের প্রতিটিতে ৫০০-৭০০ বেড রয়েছে।