শিরোনাম

৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:২২

রিক্সা শ্রমিক ও মাঝি মাল্লাদের পাশে সদর উপজেলা ছাত্রলীগে সম্পাদক সুজন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২০ ২:০০ অপরাহ্ণ
Print Friendly and PDF

রেদওয়ান শাওন ।।
বরিশালে প্রানঘাতি (কোভেড-১৯) করোনা ভাইরাস প্রতিরোধে গতকাল সদর উপজেলার চরকাউয়া’য় রিক্সা-শ্রমিক ও মাঝিমাল্লাদের ত্রান বিতরন করেছেন সদর উপজেলা ছাত্রলীগ সম্পাদক মোঃ আশিকুর রহমান সুজন। এসময় ছাত্রলীগ নেতা সুজনের নেতৃত্বে চাল, ডাল, আলু, পেঁয়াজ, ও জীবাণু নাশক সাবান বিতরণ করেছেন ছাত্রলীগের নেতা ও কর্মীরা। গতকাল রবিবার (৫ই এপ্রিল) সকাল-বিকেল পর্যন্ত কর্মসূচির অংশ হিসেবে চরকাউয়া ইউনিয়নের দিনারের পুল গিয়ে বসবাসরত প্রায় ১৫০ টি অসহায় পরিবারের মাঝে ছাত্রলীগ নেতা সুজনের নিজ অর্থায়নে চরকাউয়া ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ এনামুল হক সাগরের সহযোগীতায় মিনি ট্রাকে করে নিম্ন আয়ের মানুষগুলোকে (রিক্সা শ্রমিক ও মাঝিমাল্লা) পন্য সামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হয়। প্রত্যেক অসহায় পরিবারকে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি ডাল ও ১টা করে সাবান ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন। নিম্ন আয়ের মানুষেরা এ সহায়তা পেয়ে অনেকটা স্বস্তি প্রকাশ করেছেন। এসময় উপজেলা ছাত্রলীগ সম্পাদক সুজনের প্রতিনিধি হিসেবে চরকাউয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য এনামুল হক সাগরসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রলীগের নেতা কর্মী’রা উপস্তিত ছিলেন। এসময় ছাত্রলীগ সম্পাদক সাধারন জনগণ ও শ্রমজীবী-অসহায় দরিদ্র মানুষদের করোনা ভাইরাস থেকে বাঁচতে সরকারি নির্দেশনা অনুযায়ী বাসায় অবস্থান করা, ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়া, মাক্স ব্যাবহার করা, স্যানিটাইজার ব্যবহার ও জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেন। পাশাপাশি করোনা ভাইরাস সম্পর্কে কিভাবে সচেতনতা অবলম্বন করতে হবে সেই সম্পর্কেও রিক্সা শ্রমিক, মাঝিমাল্লা ও জনগণকে দিক নির্দেশনা দিয়েছেন তিনি। এ বিষয়ে তিনি আরও বলেন, করোনা ভাইরাস বিশ্বব্যাপী মহামারি আকার ধারন করেছে এবং ইতো-মধ্যেই এর প্রভাব বাংলাদেশেও প্রকট আকারে দেখা দিয়েছে। প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় এবং বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্ ভাইয়ের নির্দেশে আমার নিজস্ব অর্থায়নে আমরা সদর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী’রা রয়েছি অসহায়, খেঁটে খাওয়া মানুষের পাশে। ছাত্রলীগ সম্পাদক আরও বলেন, বাঙ্গালি জাতির পিতা শেখ মুজিবর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের যে কোনো সংকটে সাধারন মানুষের পাশে দাড়িয়েছে। আজ এই সংকট মুহূর্তেও আমরা সদর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা জনগণের পাশে এসে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এমনকি এই মহামারি ভাইরাস থেকে আশেপাশের দুস্ত ও অসহায় মানুষদের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমাদের এই উদ্যোগ অব্যাহত আছে এবং থাকবে। এই ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্যই আমাদের এই প্রচেষ্টা। এ কার্যক্রম আবারও চলবে জানিয়ে ছাত্রলীগ সম্পাদক বলেন, যারা দিন এনে দিন খায় এবং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষগুলোর উপার্জনের সকল রাস্তা এখন বন্ধ রয়েছে। তারা এ পরিস্থিতিতে কাজের জন্য বেড়োতে পারছেনা, তাই স্বল্প পরিসরে হলেও প্রত্যেক সুবিধাবঞ্চিত মানুষের দ্বারে দ্বারে গিয়ে কিছু চাল, ডাল,পেঁয়াজ, আলু, সাবানসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেবো আমরা। তিনি সমাজের বিত্তবানদেরকে যার যার অবস্থান থেকে অসহায় ও সুবিধাবঞ্চিতের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানান। এদিকে ছাত্রলীগ সম্পাদক সাধারন জনগনের পাশে এসে দাঁড়ানোয় সদর উপজেলার সচেতন মহল তার ভূয়সী প্রশংসা করেন এবং সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 8, 2024
Fajr 4:51 am
Sunrise 6:04 am
Zuhr 11:42 am
Asr 3:39 pm
Maghrib 5:19 pm
Isha 6:33 pm
Dhaka, Bangladesh
November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ