শিরোনাম
বরিশাল নগরীর ৭টি স্থানে খাদ্য বরিশাল জেলা অধিদপ্তর থেকে পরিবহন শ্রমীক,ভিক্ষুক,ভবঘুড়ে নিম্ন শ্রেনীর মানুষের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করার কার্যক্রম চালু করা হয়েছে।
আজ রবিবার (৫ই) এপ্রিল সকাল ১১টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন চাঁদমারী রোডস্থ এলজিইডি কার্যলয়ের সামনে থেকে ও বরিশাল নগরীর অপর ৬টি স্থানে ১০টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রম চালু করেছে।
এব্যাপারে বরিশাল জেলা খাদ্য কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম বলেন বরিশাল জেলা খাদ্য অধিদপ্তর থেকে রবিবার,মঙ্গলবার ও বৃহস্পতিবার সপ্তাহে তিনদিন ১০টাকা দরে প্রতিদিন ৭টি স্থানে ১৪ হাজার কেজি (১৪টন) চাল বিক্রি করা করা হবে।
এবং সরকার যতদিন এই মহতি উদ্যোগ চালু রাখবেন বরিশাল জেলা খাদ্য অধিদপ্তর তা পালন করে যাবে।নগরীর চাঁদমারী এলজিইডি গেট সংলগ্ন ১০ টাকা কেজি দরে চাল বিক্রির দায়ীত্ব পালনকারী খাদ্য অধিদপ্তরের এ্যাসিসটেন্ট সাব ইন্সেপ্রেক্টর মোঃ কামরুজ্জামান বলেন আমরা প্রতি গাড়িতে ২টন করে প্রতিটি স্থানে খাদ্য অধিদপ্তরের ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হবে।
এসময় প্রতিজনকে ৫ কেজি করে চাল দেওয়া হবে। এবং সেই সাথে যার কাছে চাল বিক্রি করছি তার ঠিকানা,না পরিচয় লিপি বদ্ধ করা সহ টিপ সই নিয়েই তার হাতে চাল তুলে দিচ্ছি।
অপরদিকে নগরীর বালুর মাঠ রাজ্জাক কলোনীর মহিলা ও পুরুষ সদস্যরা ১০ টাকা কেজি দরে চাল নিতে আসলেও তাদের মধ্যে কোন ধরনের ছিল না প্রাণঘাতী কোভিড (-১৯) করোনার ভয়।একে অপরের ঘা ঘেষে হুমড়ি খেয়ে পড়ে রয়েছে তারা মানছে কোন সতর্কতা। এমনকি খাদ্য কর্মকর্তারা তাদেরকে দুরুত্ব বজায় রেখে দাঁড়াতে বলার পরও তাদের কথা কর্ণপাত করছেনা না কলোনীর বাসিন্দারা
নামাজের সময়সূচি | |
---|---|
June 12, 2025 | |
Fajr | 3:43 am |
Sunrise | 5:06 am |
Zuhr | 11:58 am |
Asr | 4:38 pm |
Maghrib | 6:49 pm |
Isha | 8:13 pm |
Dhaka, Bangladesh |