শিরোনাম

১২ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৪:২৩

চরামদ্দি দুঃস্থ-অসহয়দের পাশে আওয়ামী লীগ নেতা কালাম সর্দার

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২০ ৬:৩০ পূর্বাহ্ণ
Print Friendly and PDF

উপজেলা প্রতিনিধি ঃ
প্রানঘাতি (কোভেড-১৯) করোনা ভাইরাস প্রতিরোধে বাকেরগঞ্জ উপজেলার ১নং চরামদ্দি ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আবুল কালাম সর্দারের নেতৃত্বে চাল, ডাল, আলু, পেঁয়াজ, ও জীবাণু নাশক সাবান বিতরণ করেছেন আওয়ামীলীগের নেতা ও কর্মীরা। গত রবিবার (৫ই এপ্রিল) সকাল-বিকেল পর্যন্ত কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়নের ৫নং ওয়ার্ড বাদলপাড়া গ্রামের পাড়া, মহল্লায় গিয়ে বসবাসরত প্রায় ২০০ টি অসহায় পরিবারের মাঝে আওয়ামীলীগ নেতা ও বাদলপাড়া ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম সর্দারের নিজ অর্থায়নে ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ দেলোয়ার হোসেন সর্দার এর সহযোগীতায় মিনি ট্রাকে করে নিম্ন আয়ের মানুষগুলোর ঘরে ঘরে গিয়ে ত্রাণ ও পন্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। প্রত্যেক অসহায় পরিবারকে ৩ কেজি চাল, ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি ডাল ও ১টা করে সাবান ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন। নিম্ন আয়ের মানুষেরা এ সহায়তা পেয়ে অনেকটা স্বস্তি প্রকাশ করেছেন। এসময় চরামদ্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মোঃ আবুল কালাম সর্দারের প্রতিনিধি হিসেবে ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মোঃ দেলোয়ার হোসেন সর্দার এর নেতৃত্বে আরও উপস্তিত ছিলেন বীর মুুুুক্তিযোদ্বা মোঃ আয়নাল ফকির, মোঃ আনোয়ার সর্দার, ইউনিয়ন যুুুবলীগ নেতা মোঃ নয়ন সর্দার, মোঃ সিদ্দিক হাওলাদার, মোঃ নাসির সর্দার প্রমুখ। এসময় আওয়ামীলীগ নেতা আবুল কালাম সর্দার সাধারন জনগণ ও শ্রমজীবী-অসহায় দরিদ্র মানুষদের করোনা ভাইরাস থেকে বাঁচতে সরকারি নির্দেশনা অনুযায়ী বাসায় অবস্থান করা, ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়া, মাক্স ব্যাবহার করা, স্যানিটাইজার ব্যবহার ও জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেন। পাশাপাশি করোনা ভাইরাস সম্পর্কে কিভাবে সচেতনতা অবলম্বন করতে হবে সেই সম্পর্কেও জনগণকে দিক নির্দেশনা দিয়েছেন তিনি। এ বিষয়ে আওয়ামীলীগ নেতা মোঃ দেলোয়ার সর্দার ও যুবলীগ নেতা মোঃ নয়ন সর্দার বলেন, করোনা ভাইরাস বিশ্বব্যাপী মহামারি আকার ধারন করেছে এবং ইতো-মধ্যেই এর প্রভাব বাংলাদেশেও প্রকট আকারে দেখা দিয়েছে। প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় আমাদের নিজস্ব অর্থায়নে আমরা নেতাকর্মী’রা রয়েছি অসহায়, খেঁটে খাওয়া মানুষের পাশে। তিনি বলেন, আওয়ামীলীগ ও যুবলীগ প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের যেকোন সংকটে মানুষের পাশে দাড়িয়েছে। আজ এই সংকট মুহূর্তেও আমরা চরামদ্দি ইউনিয়ন আওয়ামীলীগ ও যুবলীগ নেতাকর্মীরা জনগণের পাশে এসে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এমনকি এই মহামারি ভাইরাস থেকে আশেপাশের দুস্ত ও অসহায় মানুষদের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমাদের এই উদ্যোগ অব্যাহত আছে এবং থাকবে। এই ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্যই আমাদের এই প্রচেষ্টা। এ কার্যক্রম আবারও চলবে জানিয়ে আওয়ামীলীগ নেতা মোঃ আবুল কালাম সর্দার বলেন, যারা দিন এনে দিন খায় এবং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষগুলোর উপার্জনের সকল রাস্তা এখন বন্ধ রয়েছে। তারা এ পরিস্থিতিতে কাজের জন্য বেড়োতে পারছেনা, তাই স্বল্প পরিসরে হলেও প্রত্যেক সুবিধাবঞ্চিত মানুষের বাড়িতে বাড়িতে গিয়েও কিছু চাল, ডাল, আলু, সাবানসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেবো আমরা। এসময় যুবলীগ নেতা নয়ন সর্দার সমাজের বিত্তবানদেরকে যার যার অবস্থান থেকে অসহায় ও সুবিধাবঞ্চিতের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানান। এদিকে তারা জনগণের পাশে এসে দাঁড়ানোয় চরামদ্দি ইউনিয়নের সচেতন মহল তাদের ভূয়সী প্রশংসা করেন এবং সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
June 12, 2025
Fajr 3:43 am
Sunrise 5:06 am
Zuhr 11:58 am
Asr 4:38 pm
Maghrib 6:49 pm
Isha 8:13 pm
Dhaka, Bangladesh
June 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ