শিরোনাম

১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:১৫

করোনা চিকিৎসায় নিজের অফিস ভবন ছেড়ে দিলেন শাহরুখ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২০ ৪:৪৬ অপরাহ্ণ
Print Friendly and PDF

করোনা ভাইরাসের মহামারির সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে গোটা বিশ্ব। প্রতিনিয়ত ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। দেশটির এমন পরিস্থিতিতে করোনায় আক্রান্ত বৃদ্ধ শিশুদের জন্য নিজের চার তলা ভবন ছেড়ে দিয়েছেন বলিউড কিং খ্যাত শাহরুখ খান।

এনডিটিভি খবরে বলা হয়েছে, শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী খান তাদের ব্যক্তিগত চারতলা ভবনের রেড চিলিজ নামক অফিসটি নারী-শিশু ও বৃদ্ধের জন্য ছেড়ে দিয়েছেন। সেখানে আলাদা আলাদা সেবা কেন্দ্র করে চিকিৎসা দেওয়া যেতে পারে বলে প্রস্তাব জানিয়েছেন ওই দুই দম্পতি।

পূজা দাদলানি শাহরুখ খানের এই পদক্ষেপকে আন্তরিক অভিনন্দন জানিয়ে লিখেছেন, আসুন আমরা এভাবেই একসঙ্গে লড়ি। শাহরুখ খানের এই নিঃস্বার্থ পদক্ষেপ যেন বৃথা না যায়। তিনি সবার সামনে একটি উদাহরণ তৈরি করলেন।রেড চিলিজের পক্ষে থেকে টুইটে জানানো হয়েছে, ‘১. কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে শাহরুখ খান, গৌরী খান, জুহি চাওলা মেহতা এবং জয় মেহতা একসঙ্গে প্রধানমন্ত্রী কেয়ারস তহবিলে অবদান রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। ২. রেড চিলির কর্ণধার গৌরী খান এবং শাহরুখ খান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দানের প্রতিশ্রুতি দিয়েছেন। ৩. স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য ৫০ হাজার ব্যক্তিগত সরঞ্জাম দিচ্ছেন। মুম্বইয়ের সাড়ে পাঁচ হাজার পরিবারকে এক মাসের প্রতিদিন খাওয়ানোর দায়িত্ব নিয়েছেন। ৪. দরিদ্র ও দৈনিক মজুরির শ্রমিকদের এক মাসের জন্য খাদ্যসামগ্রী সরবরাহ করবেন। ৬. পাশে দাঁড়াবেন অ্যাসিড আক্রান্তদেরও।’শাহরুখ খানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অরবিন্দ কেজরিওয়াল। তিনি একটি টুইট বার্তায় শাহরুখকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আপনাকে ধন্যবাদ শাহরুখ খান। এই কঠিন সময়ে আপনার এই উদার পদক্ষেপ অনেকের জীবন, অনুভূতি স্পর্শ করবে।’

আরও পড়ুন: করোনা আক্রান্ত বাবা-মায়ের কোলে সুস্থ নবজাতকের জন্ম

সেই ধন্যবাদ গ্রহণ করে শাহরুখ টুইটে লিখেছেন, ‘স্যার আপনি ধন্যবাদ দিবেন না। আদেশ করবেন, আর কী করতে পারি! আমি সবসময়েই দিল্লি এবং দেশের সমস্ত ভাই-বোনদের সঙ্গে থাকব। এবং আল্লাহর কৃপায় খুব শীঘ্রই এই সংকট কাটিয়ে উঠব।’

ইত্তেফাক/

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
December 13, 2024
Fajr 5:10 am
Sunrise 6:27 am
Zuhr 11:52 am
Asr 3:36 pm
Maghrib 5:16 pm
Isha 6:33 pm
Dhaka, Bangladesh
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ