শিরোনাম
পাবনা জেলার বর্ষীয়ান রাজনীতিবিদ জেলা আওয়ামী লীগের সভাপতি পঞ্চমবারের নির্বাচিত সংসদ সদস্য সাবেক ভূমিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ আর নেই।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান (ইন্নালিল্লাহি … রাজিউন)। তার বয়স হয়েছিল ৮০ বছর।
তিনি ১৯৪০ সালের ১০ মার্চ পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
১৯৯৬ সালে দল তাকে মনোনয়ন দিলে বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হন। এর পর ২০০১, ২০০৯, ২০১৪ ও ২০১৮ সালে মোট পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন।
শামসুর রহমান শরীফ ও মিসেস কামরুন্নাহার শরীফ দম্পতির পাঁচ পুত্র ও পাঁচ কন্যার মধ্যে মেজ ছেলে রানা শরীফ সড়ক দুর্ঘটনায় মারা যান।
শামসুর রহমান শরীফ দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বিগত ছয় মাস লন্ডন, মুম্বাই ও সর্বশেষ ঢাকায় চিকিৎসাধীন ছিলেন।
তার পারিবারিক সূত্রে জানা গেছে, মরদেহ আজ ঈশ্বরদীতে নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা শেষে লক্ষীকুণ্ডায় গ্রামের বাড়িতে আরেকটি জানাজার পর পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।
নামাজের সময়সূচি | |
---|---|
November 8, 2024 | |
Fajr | 4:51 am |
Sunrise | 6:04 am |
Zuhr | 11:42 am |
Asr | 3:39 pm |
Maghrib | 5:19 pm |
Isha | 6:33 pm |
Dhaka, Bangladesh |