শিরোনাম
নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় এবার সবচেয়ে ভালো ফল করেছে বরিশাল বোর্ড। এ বোর্ডে পাসের হার ৯৭ দশমিক শূন্য ৫ শতাংশ। সবচেয়ে পিছিয়ে আছে ঢাকা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৮২ দশমিক ৭২ শতাংশ। আজ মঙ্গলবার দুপুর ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দিপু মণি এ তথ্য জানান। এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন জেএসসি পরীক্ষায় গড় পাসের হার ৮৭ দশমিক ৫৮ শতাংশ। জেএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে ৭৬ হাজার ৭৪৭ জন। গতবারের চেয়ে এ সংখ্যা ১০ হাজার ৬৩৯টি বেশি। জেএসসিতে পাসের হার ঢাকা বোর্ডে ৮২ দশমিক ৭২ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৮২ দশমিক ৯৩, যশোর বোর্ডে ৯১ দশমিক শূন্য ৮, রাজশাহী বোর্ডে ৯৪ দশমিক ১০, কুমিল্লা বোর্ডে ৮৮ দশমিক ৮০, দিনাজপুর বোর্ডে ৮৩ দশমিক ৯২, বরিশালে ৯৭ দশমিক শূন্য ৫, সিলেট বোর্ডে ৯২ দশমিক ৭৯ এবং প্রথমবারের পরীক্ষা দেওয়া ময়মনসিংহ বোর্ডে গড় পাসের হার ৮৭ দশমিক ২১ শতাংশ। এর আগে সকাল ১০টায় গণভবনে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হয়।