শিরোনাম
অসহায় কর্মহীন শ্রমজীবী ৩০০ পরিবারকে খাদ্যসামগ্রী দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী খুলনা।
বুধবার (০১ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত খুলনার লবণচরায় বাংলাদেশ নৌবাহিনীর প্রশিক্ষণ ঘাঁটি স্কুল অফ লজিস্টিক অ্যান্ড ম্যানেজমেন্ট প্রাঙ্গণে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
স্থানীয় লবণচরা, রূপসা ব্রীজ ও আশপাশ এলাকার অসহায় দুস্থ পরিবারের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, ডিম, লবণ, আলুসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি।
করোনা ভাইরাস সংক্রমণ রোধে খুলনায় ঘরে থাকা নিম্ন আয়ের মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন খুলনা নৌঅঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা।
এসময় উপস্থিত ছিলেন ঘাঁটির অধিনায়ক, নৌ কর্মকর্তা এবং জেসিও’সসহ নাবিকরা।