শিরোনাম
স্বামী সানাউল্লাহ নূর সাগরকে নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ালেন সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা।
এ দম্পতির সেবামূলক প্রতিষ্ঠান ‘সাফিয়া ফাউন্ডেশন ফর এডুকেশনাল ডেভেলপমেন্ট’-এর পক্ষ থেকে গতকাল মঙ্গলবার ঢাকা ও আশে-পাশের অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ করেন তারা।
২০০ পরিবারের মধ্যে নিজ হাতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রও তুলে দিয়েছেন বলে জানান এই সংগীতশিল্পী।
সালমা বলেন, ‘বর্তমানে দিনমজুরেরা বেশি বিপদে পড়েছেন। আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী কাজ করছি। দেশের মানুষের প্রতি আহ্বান, তারাও যেন পাশের বাড়ির মানুষটি কেমন আছেন সেই খোঁজ নেন। অসহায়দের সহায়তা করেন।’
করোনা মোকাবেলায় হোম কোয়ারেন্টাইনে আছেন অসংখ্য মানুষ। করোনা সংক্রমণ এড়াতে সবাইকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এতে করে স্বল্প আয়ের মানুষগুলো বিপাকে পড়েছেন। সালমার মতো শোবিজের অনেক তারকাই এসব মানুষদের সহযোগিতায় এগিয়ে আসছেন।
নামাজের সময়সূচি | |
---|---|
October 11, 2024 | |
Fajr | 4:38 am |
Sunrise | 5:50 am |
Zuhr | 11:45 am |
Asr | 3:57 pm |
Maghrib | 5:39 pm |
Isha | 6:51 pm |
Dhaka, Bangladesh |