শিরোনাম
সংসদের ৩৫০টি আসনের প্রতিটি এমপি মন্ত্রী যদি গড়ে ৫ লাখ করে তহবিল জমা দেয় তাহলে দাঁড়ায়,
৩৫০×৫ লক্ষ = ১৭ কোটি ৫০ লাখ টাকা।
দেশের ৪৯২টি উপজেলায় ৪৯২জন চেয়ারম্যান যদি ২ লাখ টাকা করেও তহবিল দেয় তাহলে,
৪৯২×২ লক্ষ = ৯ কোটি ৮৪ লাখ টাকা।
বাংলাদেশে মোট ১২টি সিটি করপোরেশনের ১২জন মেয়র যদি ৩ লাখ টাকা করে তহবিল দেয় তাহলে,
১২×৩ লক্ষ = ৩৬ লক্ষ টাকা।
দেশে ৪৫৬২ টি ইউনিয়ন চেয়ারম্যান যদি ১ লক্ষ টাকা করেও দেয় তাহলে,
৪৫৬২×১ লক্ষ = ৪৫ কোটি ৭২ লাখ টাকা।
কেবলমাত্র ক্ষমতায় আছে যারা ওনারা যদি উপরোক্ত হিসেব অনুযায়ী তহবিল গঠন করে তাহলে দাঁড়ায়, প্রায়
৭৩ কোটি ৪২ লক্ষ টাকা..!!
এবার একটু ভিন্ন দিকে যাই..!
বাংলাদেশের প্রধান দশটি কোম্পানি (বসুন্ধরা, যমুনা, আকিজ, বেক্সিমকো, আবুল খয়ের, স্কয়ার, এসিআই, নাভানা, প্রাণ, পারটেক্স. মেঘনা ও ফেশ) ১ কোটি টাকা করেও তহবিল দেয় তাহলে দাঁড়ায়,
১১×১ কোটি = ১১কোটি টাকা।
সরকারি হিসেব অনুযায়ী বাংলাদেশে গার্মেন্টস শিল্পের সংখ্যা ৩৬৭৬ টি। প্রতি গার্মেন্টস মালিক যদি পাঁচ লাখ টাকা করে তহবিল দেয় তাহলে দাঁড়ায়,
৩৬৭৬×৫ লক্ষ = ১৮৩ কোটি ৮০ লাখ টাকা।
দেশের ৩১টি ঔষধ কোম্পানি যদি ৩ লাখ টাকা করেও তহবিল দেয় তাহলে দাঁড়ায়,
৩১×৩ লাখ= ৯৩ লক্ষ টাকা।
প্রধান দশটি কোম্পানি এবং ৩১টি ঔষধ কোম্পানি ও ৩৬৭৫টি গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানের তহবিল দাঁড়ায়, ১৮৬ কোটি ৭৩ লক্ষ টাকা..!!
ক্ষমতায় থাকা রাজনৈতিক নেতা এবং কোম্পানিগুলো থেকে পাওয়া তহবিল দাঁড়ায়, প্রায় ২৬৮ কোটি ১৫ লক্ষ টাকা..!!
এবার বাংলাদেশে দারিদ্র্য সীমার নিচে বসবাস করা জনসংখ্যার একটা হিসেব দেখা যাক..!!
বাংলাদেশে অতি দারিদ্র্য সীমার নিচে বসবাস করে ১১ দশমিক ৩ শতাংশ মানুষ। অর্থাৎ..!
১৭কোটি এর ১১.৩% সমান ১কোটি ৯২লক্ষ ১০ হাজার মানুষ..!!
২৬৮কোটি ১৫ লক্ষ টাকা যদি এই ১১.৩% মানুষের মধ্যে বিতরণের কোনো সম্ভাবনা থাকতো। তাহলে বোধহয় কেউ আর ঘর ছেড়ে বাহিরে বেরুতো না..!!
প্রতিটি এমপি বা মন্ত্রী নির্বাচন করার সময় গড়ে কয়েক কোটি টাকা খরচ করে। কিন্তু জনগণের বিপদে এসব মন্ত্রী যদি ঐই টাকাটা জনগণের উপকারে ব্যয় করতো তাহলে বোধহয় জনগণের কাছে গিয়ে ভোট চাইতে হতো না, জনগন এমনিতেই ভোট দিতো।
হাজার হাজার কোটি টাকার একেকটা কোম্পানির মালিক যদি জনগণের কল্যানে ১কোটি টাকাও ব্যয় করে তবে সেটা নিশ্চয়ই এতটা কষ্টকর নয়..!!
(২৬৮কোটি ১৫ লক্ষ টাকা) এই টাকা সঠিকভাবে তহবিল গঠন করে যদি বন্টন করা যেত হয় তো বাংলাদেশের দরিদ্র বলতে কিছু থাকত না,