শিরোনাম
করোনা ভাইরাসের কারণে সারাদেশে অফিস-আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে করে বিপাকে পড়েছেন সেই সব মানুষ, যারা প্রতিদিনের আয়ের উপর চলেন। এসব মানুষদের খাদ্য সহায়তা প্রদানের উদ্যোগ নিয়েছে সরকার।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসব প্রয়োজনীয় খাদ্য সরবরাহের সুবিধার আওতায় আনা হবে- ভিক্ষুক, দিনমজুর, রিকশা চালক, ভ্যান চালক, পরিবহন শ্রমিক, রেস্তোঁরা শ্রমিক এবং রাস্তার পাশে চা স্টল মালিকদের।
এছাড়া সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড স্তরের আওতায় খামার শ্রমিক ও অন্যান্য উপকারভোগীদেরও খাদ্য সহায়তা প্রদান করা হবে।
মন্ত্রণালয় বলছে, কোনো সমাজ, সংস্থা ও এনজিও যদি খাদ্য সহায়তা দিতে চায় তাহলে তাদের জেলা প্রশাসনের সঙ্গে সমন্বিত করে সহায়তা করতে।