শিরোনাম
লেবাননে সামাজিক সংগঠন ‘ইসলামী সমাজকল্যাণ সংগঠন লেবানন’-এর উদ্যোগে অসহায় প্রবাসীদের মাঝে স্বল্পপরিসরে খাবার বিতরণ করা হয়।
দেশটিতে দীর্ঘদিন অর্থনৈতিক সংকটের কারণে কর্মহীন অনেক প্রবাসী মানবেতর জীবনযাপন করছিল। এর মধ্যে করোনাভাইরাসের কারণে লেবানন সরকার লকডাউন ঘোষণা করে। লকডাউন ২৯ মার্চ শেষ হওয়ার কথা থাকলেও দিন দিন করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় লকডাউনের সময়সীমা ১২ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়। বর্তমানে অনেক প্রবাসী অনাহারে অর্ধহারে দিন কাটাচ্ছেন।
সংগঠনটির সভাপতি মাওলানা আবদুল মতিন ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইমাম হোসেন মিলন নানাবিধ ঝুঁকি নিয়ে প্রবাসীদের পাশে দাঁড়ান।
লেবাননে বিভিন্ন এলাকায় এ সংগঠনের শাখা- প্রশাখা রয়েছে। শাখাগুলোও কেন্দ্রীয় সহযোগিতা এবং আদেশক্রমে এ খাবার বিতরণ কর্মসূচী পালন করে।
অত্র সংগঠনে রুমী শাখার সমাজকল্যাণ সম্পাদক মনির হোসেন রাসেল বলেন, ‘লেবাননে বিভিন্ন কারণে অর্থনৈতিক অবনতিতে দেশটিতে প্রায় ৫/৬ মাস যাবৎ কাজ নেই। অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে, অনেক প্রবাসী দেশে ফেরত গেছে আবার অনেকে বেকারত্ব অবস্থান নিয়ে দিন কাটাচ্ছেন। তাছাড়া বর্তমানে বিশ্বজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। ’
তিনি সব প্রবাসীকে একে অন্যের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান।