শিরোনাম

১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৫৭

করোনার মাঝে আপনার কিডনির সুরক্ষা দেবে টমেটো

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: মার্চ ২৮, ২০২০ ৭:০৮ অপরাহ্ণ
Print Friendly and PDF

মহামারিতে রূপ নেওয়া করোনা ভাইরাসের ভয়াল গ্রাসে এখন আতঙ্কিত সারা বিশ্ব। এরই মধ্যে গবেষণায় উঠে এসেছে বয়স্কদের পাশাপাশি হার্ট ও কিডনি রোগীদের প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্তের ঝুঁকি বেশি। এ ক্ষেত্রে সুস্বাদু ও পুষ্টির জন্য গোটা বিশ্বেই সমাদৃত টমেটো। একই সঙ্গে টমেটোতে থাকা ভিটামিন এবিসিকে, ক্যালসিয়াম, পটাসিয়াম, লাইকোপিন, ক্রোমিয়াম পুষ্টি উপাদান মানব দেহের জন্য প্রয়োজনীয়—

জেনে নিন টমেটোর যত উপকারিতা:

ক্যানসার দূরে রাখে

বেশ কয়েকটি গবেষণার তথ্য অনুযায়ী, টমেটোতে থাকা উচ্চমানের লাইকোপিন প্রস্টেট, কোলন ও পাকস্থলির ক্যানসারের সেল তৈরি হতে দেয় না। লাইকোপিন হচ্ছে এক প্রকার প্রাকৃতিক অ্যান্টি-অক্সিডেন্ট যা ক্যান্সারের সেল তৈরিতে বাধা দেয়।

সুস্থ ত্বক

পুষ্টিগুণে ভরপুর টমেটো উচ্চ লাইকোপিন সমৃদ্ধ হওয়ায় এটি ত্বকের ভালো ক্লিনজার হিসেবে কাজ করে। দীর্ঘদিন ধরে টমেটো থেঁতো করে ক্লিনজার হিসেবে ব্যবহার হয়ে আসছে। এটি থেঁতো করে মুখে লাগিয়ে ১০ মিনিট ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। বিশেষজ্ঞরা রোদে পোড়া ভাব, বলিরেখা ও চোখের নিচে কালো দাগ দূর করতে টমেটো ব্যবহারের কথা বলেন।

মজবুত হাড়

নরম তুলতুলে সবজি আপনার হাড়ের মজবুত গঠনে ব্যাপক ভূমিকা রাখে। কারণ এতে রয়েছে প্রচুর ক্যালসিয়াম ও ভিটামিন কে। এই উপাদানই দুটিই শক্ত হাড় গঠন ও টিস্যুর পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

হৃদপিণ্ডের ভালো বন্ধু টমেটো

ভিটামিন-বি ও পটাশিয়াম থাকায় টমেটো কোলেস্টেরল ও অতিরিক্ত রক্তচাপ কমায়। এর জুস খেয়ে সহজেই হার্ট অ্যাটাক ও অন্যান্য হৃদরোগের ঝুঁকি কমাতে পারেন।

অ্যান্টি-অক্সিডেন্ট মানেই টমেটো

সবজি হিসেবে ব্যবহৃত টমেটোতে রয়েছে পর্যাপ্ত ভিটামিন-এ ও ভিটামিন সি। এসব ভিটামিন ও বিটা ক্যারোটিন রক্তে জমা হওয়া সব টক্সিনকে শরীর থেকে বেরিয়ে যেতে সহায়তা করে।

কিডনির সুরক্ষায়

টমেটোর সালাদ নিয়মিত খেলে কিডনিতে পাথর হওয়ার ভয় থাকবে না।

ভালো দৃষ্টিশক্তি

ভিটামিন-এ সমৃদ্ধ হওয়ায় টমেটো দৃষ্টিশক্তি ভালো রাখে। যাদের রাতকানা রোগ রয়েছে তাদের জন্য টমেটো ভালো ওষুধ।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
March 15, 2025
Fajr 4:52 am
Sunrise 6:03 am
Zuhr 12:07 pm
Asr 4:26 pm
Maghrib 6:10 pm
Isha 7:22 pm
Dhaka, Bangladesh
March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ