শিরোনাম
আজ শনিবার বসানো হচ্ছে পদ্মা সেতুর ২৭তম স্প্যান। ‘৩-এফ’ নামের স্প্যানটি শরীয়তপুরের জাজিরা প্রান্তে ২৭ ও ২৮নম্বর পিলারের ওপর বসানো হবে। আর এর মধ্য দিয়ে দৃশ্যমান হবে পদ্মা সেতুর ৪ কিলোমিটার এর উপরে। ২৬তম স্প্যান বসানোর ১৮ দিনের মাথায় ২৭তম স্প্যানটি বসানো হচ্ছে।পদ্মা সেতুর উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবির জানান, ১৫০ মিটার দীর্ঘ ও ৩ হাজার ১৪০ টন ওজনের ২৭তম স্প্যানটিকে বসানোর জন্য ৩ হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার ‘তিয়ান-ই’ ভাসমান ক্রেনে করে মুন্সীগঞ্জের মাওয়া কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে গতকাল সকাল ১০টায় বহন করে জাজিরা প্রান্তে ২৭ ও ২৮ নং পিলারের কাছে লঙ্গর করে রাখা হয়েছে। করোনাভাইরাস ও পদ্মা নদীতে চর পড়ে যাওয়ার কারণে এক দিন আগে রওনা দিয়েছে জাজিরা প্রান্তে ২৭-২৮ নং পিলারের কাছে। আজ শনিবার স্প্যানটিকে পিলারে উপরে স্থাপনের কার্যক্রম শুরু করা হবে।
চলতি মাসের ১০ তারিখে ২৮/২৯ নম্বর পিলারের ওপর বসানো হয়েছিল ২৬ নম্বর স্পেনটি। এই ধারাবাহিকতা অব্যাহত রেখে স্প্যান বসাতে পারলে ২০২০ সালের জুলাই নাগাদ ৪১টি স্প্যান বসানো শেষ হবে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যরে দ্বিতল সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মাণ করা হচ্ছে। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড মূল সেতু নির্মাণের কাজ করছে।
নামাজের সময়সূচি | |
---|---|
November 4, 2024 | |
Fajr | 4:48 am |
Sunrise | 6:02 am |
Zuhr | 11:41 am |
Asr | 3:41 pm |
Maghrib | 5:21 pm |
Isha | 6:34 pm |
Dhaka, Bangladesh |
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |