শিরোনাম
কিশোরগঞ্জের তাড়াইলে করোনায় আক্রান্ত হয়েছেন এমন সন্দেহে হাসপাতাল থেকে এক রোগী পালিয়ে গেছেন। শুক্রবার সকালে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোগীটি ছিলেন ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সের চালক। তার পরিবার তাড়াইল হাসপাতালের কোয়ার্টারে থাকতো।বৃহস্পতিবার রাতে হাসপাতালের কোয়ার্টারে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হলে পরিবারের লোকজন তাকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে রাতে চিকিৎসাধীন থাকার সময় করোনা সন্দেহে স্থানীয় অনেকের উদ্ভট কথা-বার্তায় তিনি হতাশ হন। পরে আজ শুক্রবার সকালে পরিবারসহ হাসপাতাল থেকে তিনি পালিয়ে যান।এ ব্যাপারে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান জানান, সামাজিক অবস্থার প্রেক্ষাপটে হয়তো তিনি পালিয়ে গেছেন। তাছাড়া ফেসবুকেও এ নিয়ে কেউ কেউ বিরূপ মন্তব্য লিখছেন। যা অনভিপ্রেত। তার গ্রামের বাড়ি শেরপুর জেলার ঝিনাইগাতিতে। সেখানে স্বাস্থ্য বিভাগ ও পুলিশের পক্ষ থেকে তার সন্ধান করা হয়েছে।
বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে তিনি জানান।
সিভিল সার্জন আরও জানান, তিনি বিদেশ ফেরত কারও সাথে মিশেছেন, এমন কোন তথ্য পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/