শিরোনাম
বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার পদমর্যাদায় ৩৫তম বিসিএসের মাধ্যমে যোগ দেওয়া ৪ জন এবং ৩৬তম বিসিএস পরীক্ষার মাধ্যমে যোগ দেওয়া ১১৩ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।
২৪ মার্চ (মঙ্গলবার) বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের পদায়ন করা হয়।
পদায়নকৃত কর্মকর্তারা জেলার বাস্তব প্রশিক্ষণ সন্তোষজনকভাবে সমাপ্তির পর বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন।
বরিশালের ১০এপিবিএন বরিশাল এর সরকারী পুলিশ সুপার শামস-ই-তাবরীজকে সরকারী পুলিশ সুপার র্যাব , পটুয়াখালীর ১০এপিবিএন বরিশাল এর সরকারী পুলিশ সুপার মোঃ মোস্তাইন বিল্লাহ ফেরদৌস কে ৮এবিপিএন ঢাকা সরকারী পুলিশ সুপার, ঝালকাঠির ১০এপিবিএন বরিশাল সহকারী পুলিশ সুপার মাহমুনুজ্জামানকে পিবিআই ঢাকা সরকারী পুলিশ সুপার, পিরোজপুরের ১০এপিবিএন বরিশাল সরকারী পুলিশ সুপার এমএম সবুজ রানাকে র্যাবে, ভোলার ১০এপিবিএন বরিশাল সরকারী পুলিশ সুপার মো: ওমর আলীকে র্যাবে, বরগুনার ১০এপিবিএন বরিশাল এর সরকারী পুলিশ সুপার মো: আক্কাস আলীকে সরকারী পুলিশ সুপার পদে র্যাবে বদলি করা হয়েছে।
নামাজের সময়সূচি | |
---|---|
November 8, 2024 | |
Fajr | 4:51 am |
Sunrise | 6:04 am |
Zuhr | 11:42 am |
Asr | 3:39 pm |
Maghrib | 5:19 pm |
Isha | 6:33 pm |
Dhaka, Bangladesh |