শিরোনাম

১২ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৫:৫২

স্পেন মৃত্যুপুরী, বাড়িতে বাড়িতে লাশ পাচ্ছে সেনারা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: মার্চ ২৪, ২০২০ ৪:৩৪ অপরাহ্ণ
Print Friendly and PDF

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্পেনে আরও ৩৮৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যার তুলনায় মৃত্যু বেশি স্পেন যেন মৃত্যুপুরী। বাড়িতে বাড়িতে লাশ পাচ্ছে সেনারা। গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৫৩৭ জন নতুন করে আক্রান্ত হয়েছে মোট আক্রান্ত ৩৯ হাজার ৬৭৩ জনের মধ্যে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২ হাজার ৬৯৬ জনের। সুস্থ হয়ে ফিরেছে ৩ হাজার ৭৯৪ জন।
জানা গেছে, করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে স্পেনে সেনাবাহিনী নামানো হয়েছে।তারা দেখেছে, অনেক বৃদ্ধাশ্রমে বয়স্করা পরিত্যক্ত অবস্থায় আছেন। কোনো কোনো আশ্রয়কেন্দ্রে বয়স্কদের মরদেহ পাওয়া যাচ্ছে বলেও দেশটির সেনাবাহিনী দাবি করেছে। এছাড়া স্পেনের মাদ্রিদ শপিং সেন্টারটি সাময়িকভাবে মর্গে পরিণত করা হয়েছে। বর্তমানে সে দেশের সেনাবাহিনী মরদেহ উদ্ধার হওয়া বাড়িগুলো জীবাণুমুক্ত করার কাজ করছে।
পুরো স্পেনে বিভিন্ন স্থানে বাড়িতে বাড়িতে তল্লাশি চালিয়ে বয়স্কদের কয়েক ডজন মরদেহ পড়ে থাকতে দেখেছে সেনা সদস্যরা।

স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রবলস বলেন, অভিযানের সময় সেনাবাহিনী দেখেছে, কিছু বয়স্ক ব্যক্তি বাড়িতে একেবারে পরিত্যক্ত অবস্থায় আছে। কখনো কখনো তাদেরকে বিছানায় মরে পড়ে থাকতে দেখা যাচ্ছে।
চীন ও ইতালির পর সবচেয়ে বেশি করোনা ভাইরাসের বিস্তার ঘটেছে স্পেনে। উল্লেখ্য, ২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯ বা করোনাভাইরাস। এতে বিশ্বজুড়ে প্রাণ গেছে ১৭ হাজার ২২৯ জনের। মোট আক্রান্ত প্রায় ৩ লাখ ৯৫ হাজার ৫০২। সুস্থ হয়ে ফিরেছে ১ লাখ ৩ হাজার ৭১৯ জন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
June 12, 2025
Fajr 3:43 am
Sunrise 5:06 am
Zuhr 11:58 am
Asr 4:38 pm
Maghrib 6:49 pm
Isha 8:13 pm
Dhaka, Bangladesh
June 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ