শিরোনাম
সাইফ আলী খাঁন রানা:- শারীরিকভাবে একেবারে দুর্বল অবস্থায় থাকা ব্যক্তিদের অন্তত ১২ সপ্তাহ বাড়িতে অবস্থান করতে হবে। ব্রিটিশ সরকার এ নির্দেশনা দিয়েছে। বিশেষ করে যাদের অ্যাজমা, তারা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির হার বেশি।
এ কারণে করোনা ছড়িয়ে পড়া ঠেকাতে ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। জানা গেছে, সে দেশে ১৪ লাখ মানুষ উচ্চ ঝুঁকিতে রয়েছেন।
ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেন, উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের আগামীকাল (আজ সোমবার) থেকে ১২ সপ্তাহ পর্যন্ত সামাজিকভাবে দূরত্ব বজায় রেখে ঘরে থাকতে বলা হচ্ছে। এ নির্দেশনা ও পরামর্শ সংক্রান্ত চিঠি ঝুঁকিতে থাকা সবার কাছে পৌঁছে দেওয়া হবে।
যারা ঘরে থাকবেন
১. যাদের অঙ্গ পরিবর্তন করা হয়েছে।
২. যাদের ক্যান্সার হয়েছে।
৩. যাদের জন্মগতভাবে শারীরিক সমস্যা রয়েছে।
৪. যাদের শ্বাসকষ্ট রয়েছে।
৫. যাদের হজমে গুরুতর সমস্যা রয়েছে।
৬. অ্যালার্জির সমস্যা থাকলে।
নির্দেশনা
১. বাড়ি থেকে বের হবেন না।
২. সমস্যা আছে এরকম কারো সঙ্গে মিশবেন না।
৩. কোনো ধরনের জনসমাগমস্থলে যাবেন না।
৪. যোগাযোগের জন্য মোবাইল, ফোন, ইন্টারনেট ব্যবহার করুন।
৫. কেনাকাটা অনলাইনে সারতে পারেন।