শিরোনাম
বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের তালুকদার বাজারে অজ্ঞাত রোগে ৮টি কুকুর মারা গেছে।
শনিবার ও রোববার বিকালে এ কুকুরগুলো মারা যায়। অজ্ঞাত রোগে কুকুর মারা যাওয়ায় এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, উপজেলার তালুকদার বাজারে ৮টি কুকুর দীর্ঘদিন ধরে বাস করে আসছে। ওই কুকুরগুলো বাজার পাহারা দিত। বাজারের মানুষের দেয়া খাবার খেয়ে বেঁচে ছিল ওই কুকুরগুলো। গত শনিবার ও রোববার দুইদিনে ওই ৮টি কুকুরের পেট ফুলে মুখ দিয়ে লালা ঝরে মারা যায়।
বাজারের স্বর্ণ ব্যবসায়ী পরিতোষ কর্মকার বলেন, কুকুরগুলো সারা রাত বাজার পাহারা দিত। কুকুরগুলো মারা যাওয়ায় এখন বাজারের পাহারা বন্ধ হয়ে গেল।
তালুকদার বাজারের ব্যবসায়ী মোস্তাফা বলেন, কুকুরের পেট ফুলে মুখ দিয়ে লালা পড়ে মাটিতে লুটিয়ে মারা গেছে। গত দুইদিনে ৮টি কুকুর মারা গেছে। মৃত্ কুকুরগুলো মাটিচাপা দিয়ে রেখা হয়েছে।
আমতলী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলতাফ হোসেন বলেন, কোন্ রোগে কুকুরগুলো মারা গেছে তা আমি জানি না। নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়ে কুকুরের মৃত্যুর কারণ শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।