শিরোনাম
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ও জাতীয় মুক্তিমঞ্চের আহ্বায়ক কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম বলেছেন, ‘দেশে অদ্ভুত সরকার, যাদের কাছে মানুষের কোনো মূল্য নেই। ’ তিনি আরও বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্ত এবং হতাহতের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। অথচ সরকার কোনো পদক্ষেপ না নিয়ে শুধু যুক্তিতর্ক এবং টেলিভিশনের বক্তব্যের মধ্যে কার্যক্রম সীমাবদ্ধ রেখেছে। এখন পর্যন্ত জনগণের স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য কার্যকরী কোনো পদক্ষেপ নেয়নি, এমনকি জনগণকেও দিকনির্দেশনা দেয়নি। ’ তিনি গতকাল এক বিবৃতিতে এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, শুধু সাবান, এন্টিসেপটিক দিয়ে হাত পরিষ্কার বা মুখে মাস্ক লাগিয়ে এই রোগ থেকে মুক্তি পাওয়া যাবে না। সরকারের উচিত ছিল জাতীয় পর্যায়ে, জেলা পর্যায়ে, উপজেলা ও পৌরসভা পর্যায়ে টাস্কফোর্স গঠন করা।
ডাক্তার এবং স্বাস্থ্যসেবা কর্মীদের প্রশিক্ষণ ও তাদের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং করোনাভাইরাস শনাক্ত করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম জরুরি ভিত্তিতে ৭ দিনের মধ্যে ক্রয় করার ব্যবস্থা নেওয়া। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জনগণের মধ্যে শৃঙ্খলা রক্ষা এবং কোয়ারেন্টাইন ক্যাম্প নিয়ন্ত্রণের জন্য সশস্ত্র বাহিনীকে দায়িত্ব দেওয়া। বিদেশ থেকে ফেরত বা আসা ব্যক্তিদের বাধ্যতামূলকভাবে ১৪ দিনের কোয়ারেন্টাইন নিশ্চিত করা। এতে রোগের বিস্তার রোধ করা সম্ভব হতো, যা যথাসময়ে করা হয়নি। তিনি আরও বলেন, এই বাস্তবতায় প্রত্যেকের উচিত নিজ কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। সকল প্রকার অন্যায় কাজ থেকে বিরত থাকা। দ্রব্যমূল্য ও মুনাফা নিয়ন্ত্রণে রাখা। ইসলাম ধর্মবিরোধী কার্যকলাপ থেকে বিরত থাকা। জাতীয় ঐক্য গড়ে তোলা। বিভিন্ন পর্যায়ে স্বেচ্ছাসেবক সৃষ্টি করা ও তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা
আশা করি সরকার অনতিবিলম্বে এই পরামর্শগুলো বিবেচনায় নিয়ে অগ্রসর হবে। অন্যথায় সংকট আরও বৃদ্ধি পাবে।