শিরোনাম

২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৫

মাদারীপুরে সকলের কাছে পৌছে দিচ্ছে খাদ্য সামগ্রী

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: মার্চ ২৩, ২০২০ ৪:৩০ অপরাহ্ণ
Print Friendly and PDF

মাদারীপুরের শিবচরে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের এবং বন্ধ বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের বাড়ি বাড়ি শিবচর উপজেলা পরিষদের পক্ষ থেকে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।

সোমবার দুপুরে উপজেলার ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে উপজেলা চেয়ারম্যান সামাসুদ্দিন খান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামানের নেতৃত্বে বাড়ি বাড়ি খাবার বিতরণ করা হয়।

গত তিন দিন ধরে শিবচরের চারটি এলাকায় প্রায় ৭৮ হাজার মানুষ নজরদারিতে রয়েছেন বলে জানিয়েছে প্রশাসন। শিবচর পৌর বাজারসহ ঝুঁকিপূর্ণ দু’টি ওয়ার্ড ও দু’টি ইউনিয়নের দুই গ্রামে মোতায়েন করা হয়েছে ২৫০ পুলিশ।এসব এলাকার ১৬টি পয়েন্টে পুলিশ পাহারায় রেখে প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে।
করোনাভাইরাসের বিস্তার রোধে শিবচরের পৌরসভার দু’টি ওয়ার্ড, পাঁচ্চর ইউনিয়নের একটি ও দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের একটি গ্রামের চারটি এলাকায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান ব্যতীত সব দোকান চতুর্থ দিনের মতো বন্ধ রয়েছে। এতে শিবচরের বিভিন্ন এলাকায় কমেছে লোক সমাগম।পরিস্থিতি মোকাবিলায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখানে অনেক প্রবাসী সম্প্রতি ইতালি থেকে ফিরেছেন। ফলে তাদের দেহে করোনাভাইরাস থাকার শঙ্কা রয়েছে।
উপজেলা পরিষদের পক্ষ থেকে জানানো হয়, এসব এলাকায় বিশেষ করে উপজেলার ঘোষণাকৃত চারটি এলাকায় বাড়িতে সঙ্গরোধে থাকা ব্যক্তি এবং গরিব অসহায় ক্ষুদ্র ব্যবসায়ী এমন পাঁচশ’ পরিবারকে ২০ কেজি করে চাল, দুই কেজি করে ডাল, এক লিটার করে তেল, এক কেজি করে লবন, দুই কেজি করে আলু ও একটি করে সাবান সম্বিলত পাকেট দেয়া হয়।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
April 21, 2025
Fajr 4:13 am
Sunrise 5:28 am
Zuhr 11:57 am
Asr 4:30 pm
Maghrib 6:25 pm
Isha 7:40 pm
Dhaka, Bangladesh
April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ