শিরোনাম
করোনাভাইরাস নিয়ে গুজবে আতঙ্কিত না হয়ে ব্যাধি মোকাবিলায় সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, গুজবে কান দিয়ে আতঙ্কিত হবেন না। স্বাস্থ্যবিধি সতর্কভাবে মেনে চলতে হবে। এ মুহূর্তে আমাদের কাজ স্বাস্থ্যবিধি সতর্কভাবে মেনে চলা।আমাদের ডাক্তাররা সবচেয়ে সাহসী। গতকাল দুপুরে ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে আওয়ামী লীগের ত্রাণ উপকমিটির উদ্যোগে বিভিন্ন সামাজিক সংগঠন ও সাংবাদিকদের মাঝে করোনাভাইরাস প্রতিরোধক সামগ্রী বিতরণকালে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, করোনা এমন কোনো শক্তি নয়, যাকে পরাজিত করা যাবে না।
আমরা করোনার চেয়ে শক্তিশালী। আমরা বীরের জাতি। একটা কথাই বলব আমরা সম্মিলিত, সমন্বিত এবং সতর্ক উদ্যোগের মাধ্যমে করোনাকে পরাজিত করব। আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আতঙ্কের মধ্যেও সকাল বেলা ধানমন্ডির নির্বাচনে ভোট দিয়েছেন। আমরা আমাদের কর্মসূচি সীমিত করেছি, অনেক কর্মসূচি স্থগিত করেছি। কিন্তু জীবনের সব কিছু তো থেমে থাকবে না। ডাক্তার, নার্সদের নিরাপত্তা সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে কাদের বলেন, যখন ডেঙ্গু হয়েছিল আমাদের ডাক্তাররা তখন প্রমাণ রেখেছিল তাদের উপস্থিতি, সেবামূলক কর্মকা দিয়ে। আমরা তখন দেখেছি তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছে। বাংলাদেশের ডাক্তাররা অনেক সাহসী। তারা দুঃসাধ্য সাধন করতে পারেন, সে প্রমাণ অতীতেও তারা রেখেছেন
করোনা প্রতিরোধে আমাদের ডাক্তাররা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।