শিরোনাম
বিশ্ব এখন করোনাভাইরাস জ্বরে কাঁপছে। চীনের উহান থেকে এই ভাইরাসের উৎপত্তি হলেও এরই মধ্যে ছড়িয়ে পড়েছে বিশ্বের ১৮৮টি দেশ ও অঞ্চলে। এখন পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছে ৩ লাখ ৭ হাজার ৬১৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৩ হাজার ৫০ জনের।এদিকে, বাংলাদেশে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও তিনজন, এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৭ জনে। নতুন আক্রান্তদের মধ্যে ২ জন বিদেশফেরত ব্যক্তি রয়েছেন। অন্যজন পূর্ববর্তীদের সংস্পর্শে এসে করোনায় আক্রান্ত হয়েছেন।এমন অবস্থায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিদেশে কোনো বাংলাদেশি নাগরিক মারা গেলে গেলে আমরা অনুরোধ করবো সেখানেই দাফন করুন। বিভিন্ন দেশের সঙ্গে ফ্লাইট বন্ধ হওয়ায় লাশ সহজে দেশে আনাও সম্ভব নয়। এছাড়া লাশ আনতে খরচও অনেক বাড়বে।
আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ অনুরোধ জানান তিনি।
এক প্রশ্নের উত্তরে ড. মোমেন বলেন, চীন থেকে করোনা শনাক্তে কিট ও চিকিৎসা সরঞ্জাম আনতে চার্টার ফ্লাইট খোঁজা হচ্ছে।
আমরা চীন দূতাবাসকে জানিয়েছি, চার্টার ফ্লাইটে আনলে দ্রুত আনা সম্ভব। তারা খুঁজে দেখছেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে থাকা ইউরোপের নাগরিকরা চাইলে চার্টার ফ্লাইটে যেতে পারবেন। আমরা ঢাকার ইউরোপীয় মিশনগুলোর রাষ্ট্রদূতদের জানিয়েছি, তারা চাইলে চার্টার ফ্লাইটে তাদের এ নাগরিকদের পাঠাতে পারবেন। আমরা সেই অনুমতি দেবো।